Cooch Behar News: ঘোকসাডাঙ্গা কালীপুজোর এবার বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির

Last Updated:

এবছর কোচবিহারে দূর্গা পুজো বেশ জাঁকজমকপূর্ণ হতে দেখা গেছে। কালী পুজোর সময়ও তার অন্যথায় হবে না। থিমের মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের নজর কাড়তে উদ্যোগী হয়ে রয়েছে প্রায় প্রত্যেকটি কালী পুজো কমিটি।

+
ঘোকসাডাঙ্গায়

ঘোকসাডাঙ্গায় কালীপুজোর এবার বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির!

#ঘোকসাডাঙ্গা : এবছর কোচবিহারে দূর্গা পুজো বেশ জাঁকজমকপূর্ণ হতে দেখা গেছে। কালী পুজোর সময়ও তার অন্যথায় হবে না। থিমের মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের নজর কাড়তে উদ্যোগী হয়ে রয়েছে প্রায় প্রত্যেকটি কালী পুজো কমিটি। জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত থিমের কালী পুজোর আয়োজন করা হচ্ছে। তার মধ্যে ঘোকসাডাঙ্গা পুলিশ থানার কালী পুজো অন্যতম। এবছর তারা তাদের পুজোর থিমের বিশেষত্ব রেখেছেন মায়াপুরের ইসকন মন্দির।
দ্রুততার সাথে চলছে এই থিম তৈরির কাজ। ৩৭ তম বছরের পুজোয় এবার গোটা কোচবিহারবাসিকে তাক লাগাতে চলেছে ঘোকসাডাঙ্গা। পুজো কমিটির এক সদস্য লিটন বণিক জানান, "এবছর এখানকার পুজোর থিম করা হচ্ছে মায়াপুরের ইসকন মন্দির। সেই মর্মে কাজ চলছে দ্রুত গতিতে। কাজের অনেকটাই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আর সামান্য যে কাজ বাকি রয়েছে তা আজকের মধ্যেই সম্পন্ন করা হবে।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার দুই ব্যক্তি!
৩৭ তম বছরের এবারের এই পুজো সকলের মন জয় করবে এমনটাই আসা রয়েছে। মোট নয় লক্ষ টাকার বাজেটের এই কালী পুজোয় মায়াপুরের ইসকন মন্দিরের থিমের পাশাপাশি থাকছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবিক কাজকর্ম। গ্রাম বাংলার লোকসংস্কৃতি ভাওয়াইয়া, বাউল এই সকল গানের আসর বসানো হবে এখানে।" গ্রাম বাংলার প্রাচীন লোকসংস্কৃতি এবং থিমের আলাদা মেলবন্ধন ঘটনা হবে এবার কোচবিহার ঘোকসাডাঙ্গা থানার কালী পুজোয়। কোচবিহারের বিভিন্ন অংশের পাশাপাশি ঘোকসাডাঙ্গাও কোন অংশে পিছিয়ে থাকছে না থিমের পুজোর ক্ষেত্রে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে!
বিগত বছরগুলিতে ঘোকসাডাঙ্গায় কালী পুজোর সেরকম খুব একটা জাঁকজমক চোখে না পড়লেও। বিগত দু'বছরের করোনা পরবর্তী সময়ে এবার সমস্ত পুজোই ভালো ভাবে করা হচ্ছে। তাই দুর্গা পুজোর পর কালী পুজোর ক্ষেত্রেও বিশেষ জাঁকজমক চোখে পড়ছে কোচবিহারে। আর মাত্র হাতে গোনা একটা দিন বাকি কালী পুজোর। দীপাবলীর পূর্ণ লগ্নে আপামর কোচবিহারবাসি মেতে উঠবে কালী পুজোর আনন্দে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ঘোকসাডাঙ্গা কালীপুজোর এবার বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement