আরও পড়ুন: বহুদিন পর রথে ভালো বায়না পেল যাত্রা শিল্প
কোচবিহারের মদনমোহন দেবের রথযাত্রা বিপুল জনপ্রিয়। জেলার বহু মানুষ সেই ছোটবেলা থেকে রথের দিন মদনমোহন দেবের বাড়িতে এসে হাজির হন। এমনকি জেলার বাইরে থেকেও বহু ভক্ত এই দিন ছুটে আসেন কোচবিহারে।
advertisement
কোচবিহার দেবোত্তর ট্রাস্টের সম্পাদক বিশ্বদীপ মুখার্জি বলেন, রাজ আমলের সমস্ত প্রথা মেনেই আজও মদনমোহন দেবের রথ টানা হয়। একটিও প্রথা পাল্টানো বা বাদ দেওয়া হয়নি। তাই এই রথের আবেদন আজও মানুষের কাছে একইরকম আছে বলে তিনি জানান। এদিকে রথযাত্রা উপলক্ষে মদনমোহন দেবের বাড়িতে মঙ্গলবার নিরাপত্তার কড়াকড়ি ছিল যথেষ্ট। রাস্তাতেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 9:34 PM IST