Ratha Yatra: বহুদিন পর রথে ভালো বায়না পেল যাত্রা শিল্প
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
এক সময় রথের দিন বায়না দেওয়ার জন্য আয়োজকদের ভিড় উপচে পড়ত যাত্রা পাড়ায়। কিন্তু সেই দিন গিয়েছে। তবে এই বছর পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। আবার ভিড় লক্ষ্য করা গেল যাত্রাদলগুলোর বুকিং অফিসে
পূর্ব মেদিনীপুর: রথের দিন শুরু হয় যাত্রার বুকিং। কয়েক দশক আগেও এই দিনে কলকাতার চিৎপুরের যাত্রা পাড়া থেকে শুরু করে জেলার যাত্রা দলের অফিসে অফিসে উপচে পড়ত পালা আয়োজকদের ভিড়। কিন্তু দিন বদলেছে। এখন অস্তিত্ব বজায় রাখার লড়াই লড়ছে যাত্রা শিল্প। রথ উপলক্ষে সর্বত্র ধুমধাম হলেও যাত্রাদলের অফিসে আগের সেই ভিড় আর হয় না। যদিও পুরনো ঐতিহ্য মেনেই এখনও রথের দিনই শুরু হয় যাত্রাদলের বুকিং।
তবে এই বছর বহুদিন পর নন্দকুমারের যাত্রা পাড়ায় ভালো বায়না হয়েছে রথের। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শ্রীধরপুরে বিভিন্ন যাত্রাদলের বুকিং অফিস আছে। সেখানে আজ সকাল থেকেই বিভিন্ন পুজো কমিটি, মন্দির কমিটির ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকলেই পালা বায়না করতে এসেছিলেন। ফলে হাসি ফুটেছে যাত্রা শিল্পীর সঙ্গে জড়িতদের মুখে।
advertisement
advertisement
অনেকেই হয়তো জানেন না কলকাতার চিৎপুরের পর নন্দকুমারের এই যাত্রা পাড়া রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করে। এই বছর রথের দিন চিৎপুরেও ভালো বায়না পেয়েছে যাত্রাদলগুলো। তবে দুই মেদিনীপুর, বীরভূম, হাওড়া থেকে বহু আয়োজক যাত্রার বুকিংয়ের জন্য চিৎপুরের বদলে নন্দকুমারে আসেন, এতে তাঁদের সুবিধে হয়। এই বছর ভালো বুকিং হওয়ার খুশি যাত্রাদলের মালিকরা। তাঁদের আশা আবার হয়তো পুরনো দিন ফিরতে চলেছে।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 9:00 PM IST