TRENDING:

Cooch Behar News: শীতের মরশুমে নতুন করে সাজিয়ে তোলা হোক খোল্টা ইকো পার্ক! দাবী পর্যটকদের

Last Updated:

কোচবিহারের হাতে গোনা দুটি ইকো পার্কের মধ্যে আলিপুরদুয়ার জেলা লাগোয়া খোল্টা ইকো পার্ক হল একটি। এই ইকো পার্ক প্রকৃতির মধ্যে অবস্থিত। এই পার্কের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির ছোঁয়া যে কোনো পর্যটকের মন সহজেই আকর্ষণ করে। পার্কের মধ্যে রয়েছে কিছু হরিণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : কোচবিহারের হাতে গোনা দুটি ইকো পার্কের মধ্যে আলিপুরদুয়ার জেলা লাগোয়া খোল্টা ইকো পার্ক হল একটি। এই ইকো পার্ক প্রকৃতির মধ্যে অবস্থিত। এই পার্কের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির ছোঁয়া যে কোনো পর্যটকের মন সহজেই আকর্ষণ করে। পার্কের মধ্যে রয়েছে কিছু হরিণ। এছাড়াও পার্কের ভেতরে বাচ্চাদের জন্য রয়েছে খেলনা সামগ্রী। ছুটির দিনে প্রকৃতির মধ্যে সুন্দর একটি সময় কাটাতে চাইলে যে কেউ আসতে পারেন এই খোল্টা ইকো পার্কে। ভিতরে প্রবেশের মূল্য একদম সামান্য। জন প্রতি ১০ টাকা টিকিটের মাধ্যমে এই পার্কে প্রবেশ করে পার্কের অপরূপ সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ।
advertisement

পার্কে কর্মরত একজন মহিলা কর্মী বীণা রায় বলেন, "এই পার্কে একটা সময় প্রচুর পর্যটকরা আসলেও বর্তমানে পর্যটকের সংখ্যা অনেকটাই কমে এসেছে। শীতের মৌসুমে পর্যটকরা একটু হলেও বেশি আসেন এ পার্কে। এই পার্কে প্রবসের মূল্য মাত্র ১০ টাকা।" তবে পার্কে বর্তমানে পর্যটকদের কম আসার কারণ পার্কের অবস্থার অবনতি। একটা সময় সুন্দর এই পার্ক বর্তমানে চেহারা নিয়েছে ধ্বংসাবশেষের। পার্কের বিভিন্ন বাচ্চাদের খেলনা সামগ্রীগুলো অধিকাংশই ভেঙে গিয়েছে। কমে এসেছে পার্কের হরিণের সংখ্যা। ভেতরে ছেয়ে গিয়েছে আগাছা।

advertisement

আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে পাট ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই!

তাই এই এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত এই পার্কের সংস্কারের দাবি জানিয়েছেন বন দফতরের কাছে। পার্কে ঘুরতে আসা এক পর্যটক রথীন দত্ত জানান, এই পার্কের একটা সময় অনেক নাম-ডাক ছিল। তবে বর্তমান সময়ে সঠিক পরিচর্যার অভাবের কারণে এই পার্কে দেখার মতন আর কিছুই নেই। শুধু গুটিকয়েক হরিণ রয়েছে তাও নানান সমস্যায় জর্জরিত। বন বিভাগের উচিত এই পার্ক নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করা।

advertisement

View More

আরও পড়ুনঃ বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার

না হলে অচিরেই একটি সুন্দর ইকো পার্ক কোচবিহার থেকে হারিয়ে যাবে। এমন বহু পর্যাটা করা রয়েছেন যারা এই পার্কের নাম শুনে ঘুরতে আসলেও পার কি কিছু না থাকার কারণে হতাশ হয়ে বাড়ি ফেরেন। তবে এই পার্কের মধ্যে যে প্রচুর সম্ভাবনা রয়েছে তার সঠিক কাজে লাগাতে পারলে পার্কটিকে পুনরায় নিজের প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: শীতের মরশুমে নতুন করে সাজিয়ে তোলা হোক খোল্টা ইকো পার্ক! দাবী পর্যটকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল