Cooch Behar News: বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার

Last Updated:

বংশানুক্রমিকভাবে বসবাস করলেও নেই কোন পাট্টা। সেই পাট্টার দাবিতেই এবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার বোরডাঙ্গা গ্রামে প্রায় ২০টি পরিবার সরকারি পরিত্যক্ত জমিতে বসবাস করে আসছে দীর্ঘ বহু সময় ধরে।

সমস্যায় গ্রামবাসীরা
সমস্যায় গ্রামবাসীরা
#দিনহাটা : বংশানুক্রমিকভাবে বসবাস করলেও নেই কোন পাট্টা। সেই পাট্টার দাবিতেই এবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার বোরডাঙ্গা গ্রামে প্রায় ২০টি পরিবার সরকারি পরিত্যক্ত জমিতে বসবাস করে আসছে দীর্ঘ বহু সময় ধরে। এরা সকলেই পেশাগত ভাবে দিনমজুর। কয়েক যুগ ধরে এই হতদরিদ্র পরিবারগুলোর এই গ্রামে বসবাস করছে। কিন্তু জমির সঠিক পাট্টা না মেলায় বাসিন্দারা ভিটে হারাবার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। আর মূলত সেই কারণেই এই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের মধ্যে একজন প্রবীণ মানুষ দীনেশ বর্মন জানান, "কয়েক যুগ ধরে এখানের এই খাস জমিতে বংশ পরম্পরায় বাস করে আসছেন তারা। প্রশাসনের কাছে বারংবার আবেদন জানিয়েও মেলেনি জমির পাট্টা। তাই এদিন পাট্টার দাবিতে গোটা এলাকার মানুষেরা বিক্ষোভ দেখান।" তাদের বর্তমানে দাবি জমির সঠিক পাট্টার কাগজ দেওয়া হোক।
আরও পড়ুনঃ বকেয়া টাকা না মিটিয়েই পলাতক মহাজন! অবস্থান বিক্ষোভ আলু চাষীদের
যদি এই পাট্টার কাগজ তাদের না দেওয়া হয়। তবে আগামীতে তারা আরোও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। নিজের এতদিনের বসত ভিটে হারানোর ভয়ে প্রতিদিন দিন কাটছে এই এলাকার মানুষদের। দিনহাটা ১ ব্লকের বিডিও মদনমোহন মুর্মু এই বিষয়ে জানান, যদি এই এলাকার মানুষদের সঠিক পাট্টার কাগজ না থাকে। তাহলে সরকারি ভাবে সেই বিষয়টি দেখা হবে। এবং দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তোর্সা নদীতে স্নান করতে নেমে চরম পরিণতি দুই কিশোরীর!
তবে কেনো এখনোও তাদের এই সমস্যা রয়ে গিয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা চালানো হচ্ছে। তবে জমির পাট্টার কাগজ না থাকার ফলে যদি এই মানুষদের ভিটে মাটি ছাড়তে হয় তবে তার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এদের জন্য। তবে সরকারি ভাবে যত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে ততই ভালো হবে এই মানুষদের জন্য।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement