Cooch Behar News: বকেয়া টাকা না মিটিয়েই পলাতক মহাজন! অবস্থান বিক্ষোভ আলু চাষীদের

Last Updated:

বকেয়া টাকা মেটানোর দাবিতে এক মহাজনের বাড়ির সামনে বুধবার সকাল ৯ টা নাগাদ অবস্থান বিক্ষোভে বসল আলু চাষীদের একাংশ। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের মহিমের কুঠি এলাকায়।

অবস্থান বিক্ষোভ আলু চাষীদের
অবস্থান বিক্ষোভ আলু চাষীদের
#মাথাভাঙ্গা : বকেয়া টাকা মেটানোর দাবিতে এক মহাজনের বাড়ির সামনে বুধবার সকাল ৯ টা নাগাদ অবস্থান বিক্ষোভে বসল আলু চাষীদের একাংশ। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের মহিমের কুঠি এলাকায়। আলু চাষীদের মধ্যে বাবলু অধিকারী জানান, “প্রায় আট মাস আগে মহিমকুঠি এলাকার এক আলুর মহাজন আমার কাছ থেকে আলু নিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত কোন টাকা দেয়নি। আমার মতো আরোও অনেকেই আছেন একই পরিস্থিতিতে। তাই সকলে মিলে এদিন বকেয়া টাকা মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছি”।
যদি দ্রুত তাদের বকেয়া টাকা মেটানো না হয়। তবে সারাদিন ধরেই এই বিক্ষোভ চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এবিষয়ে অভিযুক্ত ওই আলুর মহাজনের মা কমলা বর্মন জানান, "এই সম্পূর্ন বিষয়টি আমার জানা নেই। ছেলের সঙ্গে ১৫ দিন ধরে কোন যোগাযোগ নেই। ছেলে কোথায় রয়েছে কবে আসবে কিছুই জানিনা। আর এদের সাথে কি কথা হয়েছে এবং কবে এদের টাকা দেওয়ার কথা রয়েছে কিছুই জানিনা। এবং এদের কাছ থেকে আলু নেওয়ার বিষয়টিও আমার সঠিক জানা নেই।"
advertisement
আরও পড়ুনঃ তোর্সা নদীতে স্নান করতে নেমে চরম পরিণতি দুই কিশোরীর!
তবে এই গোটা বিষয়টি নিয়ে পরিস্থিতি এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জুড়ে। অবস্থান বিক্ষোভকারীরা তাদের এই অবস্থান বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানা যায়। তবে দীর্ঘ এই এতটা সময় ধরে আলু চাষীদের কাছ থেকে আলু নিয়ে কেনই বা সেই মহাজন টাকা মেটালেন না সেই বিষয়ে সঠিক কেউ কিছুই বলতে পারেননি। এবং অভিযুক্ত সেই আলুর মহাজন বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে বসানো হল নতুন মেশিন
তবে এই বিষয় নিয়ে পুলিশের কাছে কোন রকম অভিযোগ জমা করা হয়নি। তাই পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। এমনটাই জানানো হয়েছে মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে। যদি অভিযোগ দায়ের করা হয় তবে গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে এমনটা জানানো হয় থানা থেকে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বকেয়া টাকা না মিটিয়েই পলাতক মহাজন! অবস্থান বিক্ষোভ আলু চাষীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement