Cooch Behar News: তোর্সা নদীতে স্নান করতে নেমে চরম পরিণতি দুই কিশোরীর!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোচবিহার তোর্ষা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর হুজুরের মাঠ কারিশাল এলাকায়।
#কোচবিহার : কোচবিহার তোর্ষা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর হুজুরের মাঠ কারিশাল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এদিন কোচবিহার তোর্সা নদীর ফাঁসিরঘাট সংলগ্ন হুজুরের মাঠ এলাকায় নদীতে স্নান করতে নামে আনুমানিক চারজন কিশোরী। দুইজন জল থেকে উঠে আসলেও, ফেরা হয়নি দুইজনের। জলের মধ্যে ডুব দেওয়ার পর তাদের আর উঠতে দেখা যায়নি।
তারপর প্রাথমিক ভাবে স্থানীয় লোকেরা প্রচুর খোঁজাখুঁজি চালালেও তাদের আর কোন হদিস না মেলায়, খবর দেওয়া হয় পুলিশের কাছে। পুলিশ ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকেও খোঁজ চালানো হয়। তবে কোন খোঁজ মেলেনি দুই জনের।" আচমকাই এভাবে দুজন কিশোরীর তোর্সা নদী বক্ষে হারিয়ে যাওয়ার ঘটনায় জেরে শোকাচ্ছন্ন হয়ে রয়েছে দুই পরিবার। এলাকাতেও শোকের পরিস্থিতি বিরাজ করছে। তবে এইদিন দুই কিশোরীর খোঁজ চালানোর সময় প্রচুর মানুষ ভিড় জমান নদীর পাড়ে।
advertisement
advertisement
দুই কিশোরীর বাবা শ্রিদাম দাস এবং কেশব দাস জানান, "হুজুরের মাঠের কোনায় একটি পানীয় জল ভরার জায়গা রয়েছে। তারা সেখানেই জল ভরতে গিয়েছিল। তারপর হঠাৎ করেই তারা নদীতে স্নান করতে নামে। তারপর আর ফিরে আসেনি। বাড়িতে এদিন রাস পূর্ণিমার পুজোর আয়োজন করা হয়েছিল। সব কিছুই পড়ে রইলো।"
advertisement
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে পুলিশের উপর দাদাগিরি স্থানীয় নেতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "সোমবার দুপুরে চার কিশোরী তোর্ষায় স্নান করতে নামে। তাদের মধ্যে দু’জন নদীর গভীর জলের দিকে এগিয়ে যায়। সেই সময় তারা তলিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুন্ডিবাড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ডুবুরি দিয়ে দীর্ঘক্ষণ ধরে দুই কিশোরীর সন্ধান চালানো হলেও কোন খোঁজ মেলেনি দুই জনের।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
November 08, 2022 3:52 PM IST