Cooch Behar News: প্রকাশ্য দিবালোকে পাট ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এক পাট ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জ থানার লাঙ্গুলিয়া তেতুলতলা এলাকায়। আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম সহিদুল মিয়া। মঙ্গলবার ভোরে পাট কেনার জন্য বাইকে চেপে নাজিরহাট বাজারের উদ্দেশে বের হন সহিদুল।
#সাহেবগঞ্জ : এক পাট ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জ থানার লাঙ্গুলিয়া তেতুলতলা এলাকায়। আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম সহিদুল মিয়া। মঙ্গলবার ভোরে পাট কেনার জন্য বাইকে চেপে নাজিরহাট বাজারের উদ্দেশে বের হন সহিদুল। সেই সময় চারচাকা একটি গাড়ি আচমকাই তাঁর পথ আটকে দাড়ায়। গাড়ি থেকে কয়েকজন দুষ্কৃতী নেমে তাঁকে বেধড়ক মারধর শুরু করে। তারপর দুষ্কৃতী দলটি তার কাছে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।
গোটা ঘটনার অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, "এক পাট ব্যবসায়ী মঙ্গলবার বাড়ি থেকে নাজিরহাট বাজারের উদ্দেশে যাওয়ার জন্য বের হওয়ার পর। রাস্তায় আচমকাই একদল দুষ্কৃতী গাড়ি নিয়ে তার রাস্তা আটক করে। তারপরে তারা ওই ব্যবসায়ীকে মারধর করে। পরবর্তীতে ওই ব্যবসায়ীর কাছে থাকা নগদ প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ দ্রুত শুরু হবে তুফানগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাস
এই ঘটনার একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে সাহেবগঞ্জ থানায়। অভিযোগ এর ভিত্তিতে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। দ্রুত সকল দুষ্কৃতীদের আটক করা হবে এমনটা আশ্বাস দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে।" সীমান্ত লাগোয়া এই সাহেবগঞ্জ থানা এলাকায় মাঝে মধ্যেই এরকম ছিনতাই এর ঘটনা ঘটেই থাকছে। এবং এই সমস্ত বিষয়ে নিয়ে তৎপর হয়ে রয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ। তবে প্রকাশ্য দিবালোকে এই রকম ছিনতাইয়ের ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে রয়েছেন গোটা এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে তুফানগঞ্জে, স্বস্তির নিঃশ্বাস বাসিন্দাদের
ছিনতাই কারীদের হাতে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, "দ্রুত এই ঘটনার সাথে জড়িত দোষীদের আটক করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক। এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেই বিষয়ে নজর দেওয়া হোক।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
November 23, 2022 7:12 PM IST