Cooch Behar News: দ্রুত শুরু হবে তুফানগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাস
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
১৮ নভেম্বর থেকে তুফানগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাসের পথচলা শুরু হলেও ৭২ ঘণ্টায় দেখা মেলেনি একটি বাসেরও। নতুন টার্মিনাসে এখনোও পর্যন্ত লাগানো হয়নি কোন সাইনবোর্ড। দেখে বোঝার উপায় নেই এটা বাস টার্মিনাস না অন্য কোনও প্রশাসনিক অফিস।
#তুফানগঞ্জ : ১৮ নভেম্বর থেকে তুফানগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাসের পথচলা শুরু হলেও ৭২ ঘণ্টায় দেখা মেলেনি একটি বাসেরও। নতুন টার্মিনাসে এখনোও পর্যন্ত লাগানো হয়নি কোন সাইনবোর্ড। দেখে বোঝার উপায় নেই এটা বাস টার্মিনাস না অন্য কোনও প্রশাসনিক অফিস। এই নিয়ে হতাশায় রয়েছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের একাংশ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বর্তমান মন্ত্রী উদয়ন গুহ ফিতে কেটে উদ্বোধন করেছিলেন নবনির্মিত বাস টার্মিনাসের।
গত সোমবার এই বিষয়ে তুফানগঞ্জ ১ নং ব্লক অফিসে বিডিও, এসডিও, ব্যবসায়ী সমিতি, সরকারি, বেসরকারি বাস সমিতিকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবনির্মিত বাস টার্মিনাসটি পরিদর্শন করেও দেখা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি চৌপথিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মোট ৪ কোটি ৯৬ লক্ষ ৯১ হাজার ৯৭৬ টাকা ব্যয় করে তৈরি করা হয় এই বাস টার্মিনাস।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন বেআইনি অস্ত্র! পুলিশি অভিযানে ফাঁস রহস্য
তুফানগঞ্জ শহরের যানজট কমাতেই তুফানগঞ্জ শহর থেকে তিন কিলোমিটার উত্তরে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে কালীবাড়ি এলাকায় বাস টার্মিনাসটি গড়ে তোলা হয়। এই তিনতলা বিশিষ্ট বাস টার্মিনাসের নিচতলায় মোট আটটি বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। দোতলা ও তিনতলায় স্টল ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর আগেও এখাানে একটি অস্থায়ী বাস টার্মিনাস তৈরি করা হলেও তা কিছু দিন পরেই বন্ধ হয়ে যায়। এবারও কি ওই একই পরিস্থিতি হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই উঠছে শুরু করেছে একাধিক প্রশ্ন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবৈধ ভাবে চারজন প্রবেশ করেছিলেন ভারতের ভূখণ্ডে! ঠাঁই হল গারদে
তবে এই বিষয়ে তুফানগঞ্জ ১ নং ব্লকের বিডিও দেবঋষি বন্দোপাধ্যায় জানান, "বাস টার্মিনাস সম্পূর্ন রূপে শুরু করার জন্য সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তা সম্পূর্ণ হলে এই সপ্তাহের শুক্রবার থেকেই বাস টার্মিনাস এর পরিষেবা চালু করা হবে। এখানে সরকারি এবং বেসরকারি দুই ধরনের বাস দাঁড়াবে। তবে বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য কিছু কাজ চলছে দ্রুত গতিতে সব কাজ শেষ করা হচ্ছে।" তবে এলাকার অধিকাংশ মানুষের বক্তব্য, "এই বাস টার্মিনাস শুরু করা হলে এই গোটা এলাকার উন্নয়ন হবে। এবং এই এলাকার সমস্ত মানুষের দারুন উপকার হবে। তাই এই টার্মিনাস দ্রুত শুরু করার ব্যবস্থা করা হোক।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
November 23, 2022 5:05 PM IST