TRENDING:

Cooch Behar: কোচবিহারে গৃহহীনদের একমাত্র ভরসা "ঠিকানা"!

Last Updated:

কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিট এলাকায় সরকারি উদ্যোগে বানানো একটি আবাসনের নাম হল \"ঠিকানা\"। এটি মূলত ২০১৭ সালের ১১ই ডিসেম্বর উদ্ভোধন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিট এলাকায় সরকারি উদ্যোগে বানানো একটি আবাসনের নাম হল \"ঠিকানা\"। এটি মূলত ২০১৭ সালের ১১ই ডিসেম্বর উদ্ভোধন করা হয়। যেটি মূলত কম পয়সায় থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য বানানো হয়েছিল প্রথমদিকে। তবে পরবর্তীতে সেটিকে কোচবিহারের ভংঘুরেদের মাথা গোঁজার অন্যতম জায়গা হিসেবে রূপান্তরিত করা হয়। আর এর জেরেই স্থায়ী বাসস্থান পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়েছে কোচবিহারে ভবঘুরেরা।
advertisement

জায়গাটির যোগাযোগ:

Thikana, Public Night Shelter, Vivekananda Street Road, Near Pilkhana, Cooch Behar, West Bengal, 736101

জায়গাটির গুগল ম্যাপ অ্যাড্রেস:

View More

জায়গাটির ফোন নম্বর : 91-8348696775

তবে এই সমস্ত ভবঘুরেরা তো এক জায়গায় থাকতে অভ্যস্ত হয় না। তাই তারা এখানে থাকতে চায়না একদম। তবে বেশ কিছু ভবঘুরে মানুষকে এখানে এনে রাখা সম্ভব হয়েছে। এবং এদের যাবতীয় খাওয়ার খরচ থেকে শুরু করে চিকিৎসার খরচের ব্যবস্থা সবটাই করা হয় থেকে সরকারিভাবে। এদের মধ্যে কিছু ভবঘুরে জানান, \"আমরা আগের চাইতে, এখন অনেক ভালো আছি। এখানে আমাদের কোন অসুবিধা নেই। সরকার আমাদেরকে দেখছে\"।

advertisement

আরও পড়ুনঃ রাজবংশী ভাষায় টেলিফিল্ম! মন মাতাবে দর্শকদের

একটা সময় গোটা কোচবিহার শহর জুড়ে প্রচুর ভবঘুরেদের চোখে পড়লেও তাই বর্তমানে আর তাদের চোখে পড়ে না। এই বিষয়টি নিয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা রুহুল ইসলাম জানান, \"কোচবিহারের এমন একটি জায়গা তৈরি হওয়ার কারণে অনেক মানুষের উপকার হয়েছে। যাদের বাড়ি ছিল না থাকার কোন জায়গা ছিল না তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা মূলত কোচবিহার পৌরসভা থেকেই পরিচালনা করা হয়। এখানে তিন-চারজন কর্মীও রয়েছেন\"।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিকে ভালো ফল, তবুও ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম উড়েছে অনিমার!

এখানের এক কর্মী খুকু দাস নন্দী বলেন, এখানে বেশ কিছু ভবঘুরে রয়েছেন। এবং আমরাও তাদেরকে সবসময় সম্পূর্ন সহযোগিতা করার চেষ্ঠা করি।\"এছাড়া কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, \"এখানে যেকোন ভবঘুরের থাকার সুবিধা রয়েছে। এবং সরকারি ভাবে পৌরসভার পক্ষ থেকে আমরা তাদেরকে বিনামূল্যে খাওয়ানো এবং ওষুধ প্রদান করার করার পাশাপাশি অন্যান্য সুবিধা প্রদান করি\"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: কোচবিহারে গৃহহীনদের একমাত্র ভরসা "ঠিকানা"!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল