বর্তমান সময়ে দীর্ঘদিন থেকে এই ট্রেন দুটির স্টপেজ আবুতারা হল্ট স্টেশনে না থাকায় ফলে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষকে। এদিন দুপুরে এই দাবি তুলে ধরেন আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা বামনহাট স্টেশনের স্টেশন মাস্টারের সামনে। এছাড়াও আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা ডিআরএমের কাছে একটি লিখিত আবেদন জমা করেন। আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা দাবি করে জানান, "যদি পুনরায় ট্রেন দুটির স্টপেজ আবুতারা হল্ট স্টেশনে না দেওয়া হয়. তবে তারা সকলে মিলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন।"
advertisement
আরও পড়ুন: পানীয় জল পাওয়া যায় না, রাস্তার অবস্থা খুব খারাপ তবু গা করে না পঞ্চায়েত
আরও পড়ুন: কোচবিহার-কলকাতা উড়ান কবে চালু হচ্ছে? জানুন পরিবর্তিত দিনক্ষণ
তবে এই দুই ট্রেন এই স্টেশনে থামার ফলে একটা সময় বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই ট্রেনের সুবিধা উপভোগ করতে পারতেন। তবে বর্তমান সময়ে এই ট্রেন দুটি আর না খাওয়ার পরে মিথ্যা সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষদের। দ্রুত এই সমস্যা সমাধান করে এই ট্রেন দুটো স্টপেজ আবুতারা স্টেশনে দিতে হবে এমনটাই দাবি তুলেছেন আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা। দীর্ঘ সময় স্থানীয় মানুষদের এই দাবি তুলে ধরেন তারা। যদি পরবর্তী সময়ে তাদের দাবি না মানা হয়। তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
Sarthak Pandit