Cooch Behar News: কোচবিহার-কলকাতা উড়ান কবে চালু হচ্ছে? জানুন পরিবর্তিত দিনক্ষণ

Last Updated:

পিছিয়ে গেল বিমান পরিষেবার নির্ধারিত শুরুর দিনক্ষণ! বিমান চলাচলের পরিকাঠামোগত ত্রুটির কারণে সেই দিনক্ষণ পিছিয়ে ২১শে ফেব্রুয়ারি করা হয়েছে বলে বিমান সংস্থা সূত্রের খবর।

কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা
কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা
কোচবিহার: আগামী ১৫ফেব্রুয়ারি বিমান চলাচলের শুভ হওয়ার কথা ছিল কোচবিহার জেলায়।মোট ৯ আসনের বিমান পরিষেবা শুরুর বিষয়টি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিমানের ভাড়াও ধার্য করা হয়েছিল জনপ্রতি মাত্র ৯৯৯ টাকা। তবে এই বিশেষ ভাড়া রাখার কথা ছিল মাত্র শুরুর তিন মাস। যা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে বলে আশা করছেন কোচবিহারের বহু মানুষ। তবে আবারও পিছিয়ে গেল বিমান পরিষেবার নির্ধারিতদিনক্ষণ! বিমান চলাচলের পরিকাঠামোগত ত্রুটির কারণে সেই দিনক্ষণ পিছিয়ে ২১ফেব্রুয়ারি করা হয়েছে বলে বিমান সংস্থা সূত্রের খবর।
নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, "মূলত মোদি সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।" তবে শুভ উদ্বোধনের নির্ধারিত দিনের আগেই ছন্দপতন দেখা গেল বিমান পরিষেবার মধ্যে। পরিকাঠামোগত কিছু সমস্যা দেখা দিয়েছে কোচবিহার বিমানবন্দরে। মূলত সেই কারণের জেরেই দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছে। অবশেষে তাই পিছিয়ে গেল শুভ উদ্বোধনের দিনক্ষণ। ফলে কলকাতা কোচবিহার বিমান পরিষেবা উপভোগ করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কোচবিহারবাসিকে।
advertisement
advertisement
কোচবিহার বিমানবন্দরের অফিসার মনোজ সরকার জানান, "পরিকাঠামোগত সমস্যা রয়েছে কিছু। তাই শুরু সময় কিছুটা পেছানো হয়েছে। দ্রুত সেটা শেষ করে ২১ তারিখ ভাষা দিবসের দিন পরিষেবা চালু করা হবে। "কলকাতা থেকে উড়ে এসে বিমানটি রোজ দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবে। ফের যাত্রী তুলেই ১২টা ৩০ মিনিটে বিমানটি চলে যাবে কোচবিহার থেকে। বিমানের যাত্রাপথে বিমানটি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে কলকাতায় পৌঁছবে। প্রায় ২ ঘণ্টার মধ্যেই গন্তব্য স্থলে পৌঁছবে বিমানটি।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: কোচবিহার-কলকাতা উড়ান কবে চালু হচ্ছে? জানুন পরিবর্তিত দিনক্ষণ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement