হোম /খবর /কোচবিহার /
খাবার জল নেই, রাস্তাও বেহাল তবু হেলদোল নেই কারোর

Coochbehar News: পানীয় জল পাওয়া যায় না, রাস্তার অবস্থা খুব খারাপ তবু গা করে না পঞ্চায়েত

X
এলাকায় [object Object]

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত কোচবিহারের গ্রামে গ্রামে একের পর এক গুরুত্বপূর্ণ সমস্যা সামনে উঠে আসছে। দ্রুত এইসব সমস্যার সমাধান না হলে ভোটে তার প্রভাব পড়বে বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা

  • Share this:

কোচবিহার: এলাকায় তীব্র হয়ে উঠছে পানীয় জল ও রাস্তার সমস্যা! দিনের পর দিন এই কষ্ট বুকে চেপেই বসবাস করতে হচ্ছে কোচবিহার সদর থেকে ঢিল ছোড়া দূরের নাট্য সংঘ খেলার মাঠ এলাকার বাসিন্দাদের। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই দুই সমস্যার সুত্রপাত বহু আগে হয়। তবে এখনও পর্যন্ত সমস্যা সমাধানে কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি পঞ্চায়েত। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকার মানুষের

স্থানীয় বাসিন্দা আলিমা বিবির অভিযোগ, "দীর্ঘ দিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা। বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হয়নি। এলাকার রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। গত পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কারের কথা হয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কেউ কাজ করেনি।" এই এলাকার আরেক বাসিন্দা কমল বর্মন জানান, "এলাকায় পানীয় জল পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্য জায়গা থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে। এছাড়াও এলাকার রাস্তার এতটা খারাপ অবস্থা যে চলাফেরা করতেই অসুবিধা হচ্ছে।"

আরও পড়ুন: ভালোবাসার কালো দিন! সৃষ্টিতে শান্তির বার্তা দিয়ে পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা শিল্পীর

এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত কর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা কোন‌ও মন্তব্য করতে চাননি। এলাকার মানুষের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে যদি এই দুই বিষয়ে নজর না দেওয়া হয় তবে ভোটে ক্ষমতাসীন দলকে চাপে পড়তে হবে।

সার্থক পণ্ডিত

Published by:Kaustav Bhowmick
First published: