Black Day: ভালোবাসার কালো দিন! সৃষ্টিতে শান্তির বার্তা দিয়ে পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা শিল্পীর

Last Updated:

পুলওয়ামা কাণ্ডের শহিদ ৪০ জ‌ওয়ানকে অভিনব শিল্পকর্মের মাধ্যমে শ্রদ্ধা জানালেন হাওড়ার শিল্পী সুরজিৎ অধিকারী

হাওড়া: ভালবাসার বিশেষ দিনে প্রেমের জোয়ারে যখন ভাসছিল গোটা দেশ, ঠিক তখনই লাল গোলাপের রংকে ছাপিয়ে গিয়েছিল লাল রক্ত। তরতাজা ৪০ টি মানুষের দেহ থেকে নির্গত টাটকা তাজা লাল রক্ত। ওরা আমার আপনার মতই সাধারণ মানুষ, কিন্তু কাজটা ছিল অসাধারণ। জীবনকে তুচ্ছ করে দেশ রক্ষার কাজ করত। দিনটা ছিল ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি। আজও দেশের মানুষের মনে সেই দুঃসহ স্মৃতি জ্বলজ্বল করে। আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। স্থান পাহাড়ি উপত্যকা পুলওয়ামা। সেদিন ভালোবাসার দিনকে রক্তাক্ত করে কালো দিনে পরিণত করেছিল উগ্রপন্থীরা।
তারপর কেটে গেছে চারটে বছর। ধীরে ধীরে হয়ত কিছুটা ফিকে হয়েছে সেই কালো দিনের দগদগে ঘাটা। তবু ভোলা যায় কী করে জওয়ানদের এই আত্মত্যাগ। সেদিনের মর্মান্তিক ঘটনা ভোলেননি হাওড়ার এই শিল্পী। যৌবনের টগবগ করে ফোটা রক্তে এখনও তাঁর ঘাম ঝরে। জঙ্গিদের সেই হামলা মানতে পারেন না। শিল্পের ছোঁয়াতেই তিনি মানুষের কাছে তুলে ধরতে চান এই কালো দিনকে। বার্তা দিতে চান শান্তির। হাওড়ার মাইক্রো আর্টিস্ট সুরজিৎ অধিকারীর ছোটবেলা থেকেই ক্ষুদ্র জিনিসের উপর আঁকিবুকি কাটা অভ্যাস। ধীরে ধীরে এই শিল্পেই তাঁর বেড়ে ওঠা।
advertisement
advertisement
১৪ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে স্মরণ করে বীর ভারত মাতার সৈনিকদের সম্মান জানানোর জন্য পায়রার সাদা পালকের উপর শহিদ বেদী তৈরি করেছেন। সূক্ষ্ম হাতের কাজের উপর ফুটিয়ে তুলেছেন জওয়ানদের নিশান। সাদা পালকের ওপর তাঁর এই সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বিশ্বে এক শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি পেশায় একজন প্রিন্ট মেকার। বিশ্বভারতীর কলা ভবনের এমএফএ ফাইনাল ইয়ারের ছাত্র। পেন্সিলের গ্রাফাইটে সবথেকে ছোট ভাস্কর্য, চকের উপর ভাস্কর্য কিংবা পালকের উপর পেন্টিং করে তিনি পরিচিতি কুড়িয়েছেন।
advertisement
পূর্ণেন্দু মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Black Day: ভালোবাসার কালো দিন! সৃষ্টিতে শান্তির বার্তা দিয়ে পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা শিল্পীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement