Siliguri News: প্রেম দিবসে শিলিগুড়ির পার্কে পার্কে পুলিশে ছয়লাপ, ব্যাপারটা কী?

Last Updated:

প্রেম দিবসে হুলিগানদের দাপট এড়াতে বিশেষ ব্যবস্থা শিলিগুড়িতে

শিলিগুড়ি: প্রেম দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে-তে পার্কে পার্কে যুগলদের ভিড় হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে এত পুলিশ কেন! সারা বছর ধরে এই একটা দিনের জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকেন প্রেমিক-প্রেমিকারা। চলে বিস্তর প্ল্যানিং। কিন্তু সেখানে যদি পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে থাকে তবে অসুবিধা তো হবেই। এদিকে বাংলা তো প্রেম-ভালোবাসার জন্য বিখ্যাত। তাহলে আসল ব্যাপারটা কী? আসুন খোঁজ নিয়ে দেখা যাক।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল করে তুলতে নিজের মনের মানুষের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চান সকলে। এই বিশেষ দিনে শহরের রাজপথে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারি চালায় পুলিশবাহিনী। বিশেষ করে গত কয়েক বছর ধরে একদল রক্ষণশীল চিন্তাভাবনার মানুষজন এই বিশেষ দিনটিতে যুগলদের বিরক্ত করছে। এমন বেশ কিছু ঘটনা দেশের নানান প্রান্তে ঘটেছে। তাই পুলিশ-প্রশাসন আরও সতর্ক হয়ে গিয়েছে। ভালবাসার দিনে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই মঙ্গলবার বিশেষ উদ্যোগ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। অন্যদিনের থেকে আরও বেশি সংখ্যায় রাস্তায় টহল দেন কমিশনারেটের উইনার্স টিমের সদস্যরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। উইনার্স টিমের সদস্যরা রাস্তায় রাস্তায় টহলদারি চালাবেন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে‘র দিন শহরের বিভিন্ন পার্কে এবং রাস্তায় প্রেমিক-প্রেমিকারা বেরলে যাতে রোড সাইড রোমিওরা তাঁদের বিরক্ত না করে বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখতেই পার্কে পার্কে নজরদারি চালায় পুলিশবাহিনী। শিলিগুড়ি শহরের সূর্যসেন পার্ক, বাঘাযতীন পার্ক, পার্বতী ঘাট, বৈকুণ্ঠপুর ফরেস্ট লাগোয়া এলাকায় বিশেষ টহলদারি চলে। মূলত ইভটিজিং ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: প্রেম দিবসে শিলিগুড়ির পার্কে পার্কে পুলিশে ছয়লাপ, ব্যাপারটা কী?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement