TRENDING:

Cooch Behar News: রাস্তা তো নয়, যেন মৃত্যু ফাঁদ! চরম সমস্যায় ভুগছেন রসিকবিল এলাকার মানুষ

Last Updated:

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অন্তর্গত রসিকবিল এলাকায় দীর্ঘ অনেকটা রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। এলাকার বাসিন্দারা নিত্য দিন এই কষ্ট বুকে চেপেই বেহাল রাস্তা দিয়ে চলাচল করে চলেছেন। এলাকার স্থানীয় বাসিন্দারা বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই রাস্তা সংস্কারের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তুফানগঞ্জ : কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অন্তর্গত রসিকবিল এলাকায় দীর্ঘ অনেকটা রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। এলাকার বাসিন্দারা নিত্য দিন এই কষ্ট বুকে চেপেই বেহাল রাস্তা দিয়ে চলাচল করে চলেছেন। এলাকার স্থানীয় বাসিন্দারা বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই রাস্তা সংস্কারের জন্য। তবে এখনও পর্যন্ত তার কোন সঠিক সুরাহা হয়নি। খালি প্রতিশ্রুতি মিলেছে একগুচ্ছ। তবে কোন প্রশাসনিক কর্তাদের এই বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন বোধ হয়নি। তবে এই এলাকায় রয়েছে কোচবিহার জেলার অন্যতম একটি ছোট চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে প্রচুর সংখ্যক মানুষ আসেন ঘুরতে। তাদের ও এই রাস্তা সমস্যার কারণে অসুবিধায় পড়তে হয়।
advertisement

এলাকার এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বর্মন জানান, "এই রাস্তা দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ একেবারে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়রা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই রাস্তার সংস্কারের বিষয় নিয়ে। তবে কোন লাভ হয়নি। মাঝে মধ্যেই এই রাস্তায় দূর্ঘটনার সম্মুখীন হন অনেকে। তবে কেনো প্রশাসনের কোন ভূমিকা চোখে পড়ছে না।" এই গ্রামে প্রায় ১০০০ এর উপরে পরিবার বসবাস করে। এছাড়াও এই রাস্তা তুফানগঞ্জ এলাকা থেকে রসিকবিল হয়ে কম্যক্ষগুড়ি পর্যন্ত চলে গিয়েছে। তাই বলাই যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি।

advertisement

আরও পড়ুনঃ পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

তাই এই রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগী হওয়া উচিত স্থানীয় প্রশাসনের। সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট। তাই ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা। তাদের অধিকাংশ মানুষের বক্তব্য, "ভোটের আগে যদি এই রাস্তা সংস্কারে উদ্যোগী না হয় স্থানীয় প্রশাসন। তবে ভোট বয়কট করতে পারেন স্থানীয় মানুষেরা।" যেখানে পঞ্চায়েত ভোটের আগেই সমস্ত পঞ্চায়েত এলাকার মানুষরা রাস্তা থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে উঠেছে রাজ্য সরকার।

advertisement

View More

আরও পড়ুনঃ ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের

সেখানে এই রাস্তার বেহাল চিত্র যেনো অন্য কথা বলছে। তাই স্থানীয়দের ক্ষোভে ফুসে ওঠাই স্বাভাবিক। স্থানীয় পঞ্চায়েতদের ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। কেনো তারা এই বিষয় নিয়ে কোন সক্রিয় ভূমিকা পালন করছেন না। তবে কি এই এলাকার মানুষদের এই দূর্দশার কষ্ট বুকে চেপেই চলাচল করতে হবে রাস্তা দিয়ে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: রাস্তা তো নয়, যেন মৃত্যু ফাঁদ! চরম সমস্যায় ভুগছেন রসিকবিল এলাকার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল