Cooch Behar News: ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের

Last Updated:

জেলা শাসকের দফতর থেকে শুরু করে ইরিগেশন দফতরেও জানানো হয়েছিল সেতু তৈরি করার আর্জি। তবে সেই আবেদন, আবেদন হয়েই রয়ে গিয়েছে। এলাকার সাধারণ মানুষেরা এই সাঁকো দিয়ে চলাফেরা করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত।

+
ঝুঁকির

ঝুঁকির পারাপার

#কোচবিহার : জেলা শাসকের দফতর থেকে শুরু করে ইরিগেশন দফতরেও জানানো হয়েছিল সেতু তৈরি করার আর্জি। তবে সেই আবেদন, আবেদন হয়েই রয়ে গিয়েছে। এলাকার সাধারণ মানুষেরা এই সাঁকো দিয়ে চলাফেরা করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত। মাঝেমধ্যেই এই সাঁকো দিয়ে চলাচল করার সময় নিচেও পড়ে যান অনেকে। কিছুদিন পূর্বে এক স্কুল পড়ুয়া এই পথ দিয়ে বাড়ি ফেরার সময় সাঁকো থেকে নিচে পড়ে গিয়েছিল। তবে এত সব সমস্যার কথা জানানোর পরেও বিষয়টি নিয়ে কোন রকম পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসনের আধিকারিকেরা।
একটা সময় এখানে একটি কাঠের সেতু ছিল। তবে তার ভাঙ্গা অংশ পড়ে রয়েছে নদীর মধ্যেই। সেই জায়গায় নতুন করে তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো। আর এই সাঁকোই বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা শুংশুঙ্গি বাজার এলাকার অধিকাংশ মানুষদের। দীর্ঘদিন ধরেই এই সমস্যা মাথায় নিয়েই চলাফেরা করতে হচ্ছে এলাকার অধিকাংশ মানুষকে। সাধারণ দিনে তবুও পারাপার করা সম্ভব। তবে বর্ষা আসলে নদীর জল বেড়ে উঠলে রীতিমতো অসুবিধার সম্মুখীন হতে হয় এই সকল মানুষদের। বহুবার আবেদন জানিয়েও কোন রকম ফল হয়নি।
advertisement
advertisement
বর্তমানে এই সব সমস্যা বুকে চেপেই রেখে এই পথ দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছিল বহুবার। তিনি এসে গোটা বিষয়টি দেখে আশ্বাস দিয়ে গেলেও কিছুই হয়নি। তবে সরকারি সাহায্য না মিললে এখানে পুনরায় কাঠের সেতু নির্মাণ করা অসম্ভব। এলাকার বাসিন্দাদের বক্তব্য, "আমরা বহুবার জেলা শাসকের দফতর থেকে শুরু করে পিডব্লিউডি এবং ইরিগেশন দফতরেও আবেদন জানিয়েছি। তবে ফল হয়নি কিছুই। আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কাজ করা হয় না।
advertisement
আরও পড়ুনঃ দ্রুত শুরু হতে চলেছে সুইমিং পুল! খুশি কোচবিহারবাসী
স্থানীয় পঞ্চায়েত প্রধান নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তবে সরকারি আধিকারিকারা এ বিষয়ে নজর না দিলে কোন রকম কাজ সম্ভব নয়। স্থানীয়রা নিজেরা চাঁদা তুলে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করছেন। এখন সেটাই একমাত্র ভরসা।" এই এলাকার সাধারণ মানুষদের এই দীর্ঘ সমস্যার অবসান কবে হবে এ বিষয় নিয়ে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারি কোন আধিকারিকদের কাছ থেকে।
advertisement
আদতে কতদিনে এখানে একটি কাঠের সেতু পুনরায় নির্মাণ করা হবে, এটাই এখন চিন্তার বিষয় স্থানীয় বাসিন্দাদের। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য লক্ষ্মী দাস জানান, "দীর্ঘ দিন ধরেই এই সমস্যার কথা জানিয়ে আসা হচ্ছে জেলা পরিষদ থেকে শুরু করে অন্যান্য সরকারি দফতরে। তবে লাভ হয়নি কিছুই। সামনেই পঞ্চায়েত ভোট। আবার নেতারা এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যাবেন তবে কাজ কবে হবে কেউ জানেন না।"
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement