Cooch Behar News: শাটার ভেঙ্গে তিনটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি! তীব্র চাঞ্চল্য এলাকায়
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
তিনটি গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট বাজারে ঘটনাটি ঘটেছে। তিনটি সোনার দোকানের শাটার ভেঙে এই গোটা চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
#মাথাভাঙ্গা : তিনটি গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট বাজারে ঘটনাটি ঘটেছে। তিনটি সোনার দোকানের শাটার ভেঙে এই গোটা চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সোনার দোকানের ব্যবসায়ীরা। রাতে ব্যবসায়ী সমিতির প্রহরী এবং পুলিশ পাহারা থাকার পরেও চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পৌছায় শীতলকুচি থানার পুলিশ। ব্যবসায়ী হিমাংশু রায় জানান, "দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা তাঁর দোকানে ঢোকে। রুপোর গয়না চুরি হয়েছে। তবে দোকানের লকার ভাঙতে পারেনি।"
অপর এক ব্যবসায়ী মেঘনাদ রায় জানান, "তাঁর দোকানের লকার ভেঙে সোনা ও রুপো চুরি করেছে দুষ্কৃতীরা। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে তারা।" এছাড়া গোপাল মোহন্ত নামে আরও এক ব্যবসায়ীর সোনার দোকানেও চুরি হয়েছে। তবে রাতে পাহারা থাকার পরেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সেই বিষয়ে উঠিছে একাধিক প্রশ্ন। এছাড়াও বাজার এলাকার বিভিন্ন দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের
গোঁসাইরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তমকুমার বর্মন জানান, "এই ঘটনায় শিতলকুচি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এই বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এছাড়া রাত্রে পাহারা দেওয়া প্রহরীরা রাতে কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।" অন্যদিকে, শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, "পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত দুষ্কৃততা সনাক্ত করে আটক করা হবে। এবং দোষীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে।" তবে লক্ষাধিক টাকা সহ সোনা ও রুপোর গয়না চুরি যাওয়ার ঘটনায় এলাকাবাসীর রীতিমত আতঙ্কে রয়েছেন।
advertisement
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
November 30, 2022 7:44 PM IST
