এই দন্ডটি রাস মেলা শেষ হওয়ার পরে আবার পুনরায় বৈরাগী দিঘিতে ডুবিয়ে রাখা হয়। মদনমোহন বাড়ি চত্বরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাস মেলার প্রস্তুতি পর্বের কাজ। দ্রুত গতিতে চলছে এই কাজ। রাস মেলা উপলক্ষে সেজে উঠছে গোটা মদন বাড়ি চত্বর। মদন বাড়ি চত্বরে আগাছা ও জঙ্গল সাফাই থেকে শুরু করে প্যান্ডেল তৈরির কাজ চলছে। প্রতিবছরের মতন এ বছরও রাসমেলা উপলক্ষে মদনমোহন বাড়িতে বসতে চলেছে যাত্রাপালার আসর।
advertisement
আরও পড়ুনঃ কোচবিহার শাল বাগানে নতুন লাগানো চারা গাছ নষ্টের অভিযোগ
সেই উপলক্ষে যাত্রা পালার দলকে ঠিক করার কাজ চলছে। এছাড়াও মদন মোহন বাড়ির মূল আকর্ষণ কোচবিহার শহরের প্রাণের ঠাকুর মদনমোহন। রাসমেলা উপলক্ষে তাকে নিয়েও বিভিন্ন প্রস্তুতিপর্ব চলছে। এবিষয়ে কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান জানান, "উত্তরবঙ্গের বুকে ঐতিহ্যপূর্ণ এই রাসমেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই নভেম্বর থেকে। মেলার উদ্বোধন করবেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। বিশেষ পুজোর মাধ্যমে রাস মেলার সূচনা করা হবে মদনমোহন বাড়ি থেকে।
আরও পড়ুনঃ পুকুর পাড়ের গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ! মৃত্যু ঘিরে রহস্য
সেই মর্মে মদনমোহন বাড়ি চত্বরে প্রস্তুতি পর্বের কাজ চলছে দ্রুত গতিতে। জঙ্গল সাফাই থেকে শুরু করে বিভিন্ন প্যান্ডেল তৈরির কাজ করা হচ্ছে মদনমোহন বাড়িতে। এছাড়াও রাজচক্রের নির্মাতা চক্রের কাজ করছেন দ্রুত গতিতে। প্রতি বছরের মতোই এ বছরেও বেশ জাকজমকপূর্ণ হতে চলেছে কোচবিহার জেলার অন্যতম ঐতিহ্যবাহী এই রাস মেলা।"
Sarthak Pandit