Cooch Behar News: কোচবিহার শাল বাগানে নতুন লাগানো চারা গাছ নষ্টের অভিযোগ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কোচবিহারের শালবাগানে কিছুদিন পূর্বেই লাগানো হয়েছিল নতুন শাল গাছের চারা। তবে এই এলাকায় স্থানীয় মানুষেরা এখানে গবাদি পশু ছেড়ে প্রতিপালন করেন। আর এই গবাদি পশু সহজ লভ্য খাদ্য হিসেবে বেশ পছন্দ করেন এই গাছের চারাগুলিকে।
#কোচবিহার : কোচবিহারের শালবাগানে কিছুদিন পূর্বেই লাগানো হয়েছিল নতুন শাল গাছের চারা। তবে এই এলাকায় স্থানীয় মানুষেরা এখানে গবাদি পশু ছেড়ে প্রতিপালন করেন। আর এই গবাদি পশু সহজ লভ্য খাদ্য হিসেবে বেশ পছন্দ করেন এই গাছের চারাগুলিকে। এবং তার ফলে নষ্ট হয়ে যাচ্ছে নতুন করে লাগানো এই শাল গাছের চারা গুলি। একটা সময় এই এলাকার শালবাগান শাল গাছে পরিপূর্ণ ছিল। তবে বিভিন্ন কারণের জেরে এই শালবাগান ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। তারপরে বন দফতরের উদ্যোগ নেয় এই এলাকায় নতুন করে শাল গাছের চারা রোপন করার।
তবে দীর্ঘ সময় ধরে এই শালবাগান সংরক্ষণ কারীদের অভিযোগ ছিল। এলাকার স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু নতুন করে লাগানো শাল গাছের চারাগুলিকে নষ্ট করে ফেলছে। সেই মর্মে তারা কোচবিহার বন দফতরের কাছে অভিযোগ জানায়। তারপরেই বন দফতরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় নতুন চারা গাছ লাগানো এলাকাটিকে নতুন করে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার। সেই মর্মে এদিন কাজ শুরু করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ কোচবিহার মদনমোহন বাড়িতে রাস মেলার প্রস্তুতি শুরু
অধিকাংশ এলাকার বেড়া লাগানোর কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে। আর যে সামান্য অংশটি রয়েছে তারও কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হবে। এই বিষয়ে সাল বাগানের সংরক্ষণকারী কর্মী বাসিল খাইয়া বলেন, "বহুদিন থেকেই এলাকার স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু এই এলাকায় অবাধে বিচরণ করে। এবং তার ফলেই হয়েছে যত বিপত্তি। বন দফতরের থেকে এই এলাকায় নতুন শাল গাছের চারার রোপণ করা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন পানীয় জলের সমস্যা গুড়িয়াহাটিতে! সমস্যায় স্থানীয়রা
তবে এই গবাদি পশুগুলি চারা গাছগুলিকে খেয়ে ফেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ চারা গাছ। আমরা সংরক্ষণ কর্মীরা যতই দেখে রাখি না কেন। তবুও কোন না কোন সময় গবাদিপশু ঢুকে গাছের চারা গুলি নষ্ট করে ফেলছে। তাই বন দফতরের পক্ষ থেকে গাছের নতুন চারা লাগানো এলাকাটি বেড়া দিয়ে ঘিরে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ফলে কিছুটা হলেও সুবিধা হবে।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
October 29, 2022 8:51 PM IST