পুলিশের তৎপরতায় সঞ্জয় দাস নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এই ঘটনাটি ঘটানোর দোষী হিসেবে। তার বাড়ি কামাত ফুলবাড়ী এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, 'মূলত এলাকার দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এবং তার খোঁজে তল্লাশি শুরু করা হয়। এবং তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতারকরা হয়। তারপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে আদালতে তোলা হয়।
advertisement
আরও পড়ুনঃ ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট! হেরিটেজ সংরক্ষণে অনীহার অভিযোগ
আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য বিচারক তাকে আরোও ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।' ব্যক্তিগত শত্রুতার কারণের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই বিষয়টি নিয়ে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, \"এই ঘটনার পেছনের আসল উদ্দেশ্য জানতে আমরা সর্বাঙ্গিকভাবে তদন্ত করছি। কয়েকদিনের মধ্যেই আসল তথ্য প্রকাশ্যে আসবে।“
আরও পড়ুনঃ অবশেষে লাগছে পথবাতি, খুশি কোচবিহার তোর্সা বাঁধ এলাকার বাসিন্দারা
তবে ব্যক্তিগত শত্রুতার জেরে দুর্গাপুজোর আগে দোকানে আগুন লাগিয়ে দিয়ে ক্ষতি করার চেষ্টাকে কেন্দ্র করে রামহরি মোর সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, \"দুর্গা পুজোর আগে বা পুজোর সময় এই ধরনের যেকোন অপ্রীতিকর ঘটনায় যাতে আর না ঘটে। তাই সঠিক পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।\"
Sarthak Pandit