Cooch Behar: ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট! হেরিটেজ সংরক্ষণে অনীহার অভি‌যোগ

Last Updated:

কোচবিহার জেলা জুড়ে ছিটিয়ে রয়েছে রাজ আমাদের বিভিন্ন স্মৃতিসৌধ এবং ঐতিহ্য। এই ঐতিহ্য গুলি সংরক্ষণের দায়িত্ব রয়েছে হেরিটেজ কমিটি।

+
ভাঙ্গা

ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট

#কোচবিহার : কোচবিহার জেলা জুড়ে ছিটিয়ে রয়েছে রাজ আমাদের বিভিন্ন স্মৃতিসৌধ এবং ঐতিহ্য। এই ঐতিহ্য গুলি সংরক্ষণের দায়িত্ব রয়েছে হেরিটেজ কমিটি। তবে এগুলি সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করা হচ্ছে না এমনটাই অভিযোগ উঠেছে বারংবার। এই অভিযোগ যে কতটা সঠিক তা প্রমাণ করে দিচ্ছে কোচবিহারের রাজবাড়ির ছোট গেটের ভাঙ্গা অংশ। কোচবিহার দেবীবাড়ি এলাকায় রাজবাড়ির ঠিক পেছনের দিকের একটি অংশে রয়েছে রাজ বাড়ির ছোট গেট। দীর্ঘ চার পাঁচ বছরের বেশি সময় ধরে এই গেট ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, \"এখান দিয়ে মাঝে মাঝেই সরকারি বিভিন্ন জিনিসপত্র বহনকারী ট্রাক চলাচল করে। এমনই কোন ট্রাকের ধাক্কায় ভেঙে গিয়েছে এই ছোট গেটের একটি অংশ। তবে দীর্ঘদিন আবেদন জানিয়েও এই গেটের ভাঙ্গা অংশটি ঠিক করা হচ্ছে না।\"
 
 
advertisement
কোচবিহারে হেরিটেজ কমিটি কোচবিহার জেলায় বিভিন্ন হেরিটেজ নিদর্শন গুলির সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তবে আদতে কতটুকু তারা এই হেরিটেজ গুলি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয় নিয়ে কোনরকম ভাবে মুখ খুলতে নারাজ সরকারই বিভিন্ন আধিকারিকেরা। হেরিটেজ তকমা প্রাপ্ত কোচবিহার শহরের রাজ আমলের কিছু ঐতিহ্য সঠিক সংরক্ষণের অভাবে ইতিমধ্যেই ধুঁকতে শুরু করেছে।
advertisement
 
 
দেবীবাড়ি এলাকার এক স্থানীয় বাসিন্দা অপু দে বলেন, \"রাজ আমলের নিদর্শন রাজবাড়ীর পেছনের এই ছোট গেট অন্যতম ঐতিহ্য কোচবিহার শহরের বুকে। তবে এই গেটের অংশটিকে দেখলে বোঝাও সম্ভব নয় যে এটি রাজ আমলের ঐতিহ্য। সঠিক পরিচর্যা সংরক্ষণের অভাবে দুর্দশায় পড়ে রয়েছে এই গেটের অংশটি। জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই গেটের অংশটিতে সংস্কারের ব্যবস্থা করা হোক। রাজ আমলের এই নিদর্শনগুলি একবার হারিয়ে গেলে একটা বড় ক্ষতি হয়ে যাবে কোচবিহারের।\"
advertisement
 
তবে কতদিনে কোচবিহার জেলা প্রশাসন রাজামলের ঐতিহ্য নিদর্শন গুলিকে সংরক্ষণে সচেতন হয়ে উঠবে সেই নিয়ে চিন্তা দেখা দিয়েছে কোচবিহারের প্রবীণ নাগরিকদের মধ্যেও। জেলা প্রশাসনের অবিলম্বে এই সমস্ত হেরিটেজ নিদর্শন গুলিকে নিয়ে সংরক্ষণের চিন্তা ভাবনা শুরু করা উচিত।
advertisement
 
 
 
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট! হেরিটেজ সংরক্ষণে অনীহার অভি‌যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement