Cooch Behar: অবশেষে লাগছে পথবাতি, খুশি কোচবিহার তোর্সা বাঁধ এলাকার বাসিন্দারা

Last Updated:

কোচবিহার তোর্সা বাঁধের উপর দিয়ে যে রাস্তা বানানো হয়েছে তাতে এতদিন পর্যন্ত কোনো রকম আলো ব্যবস্থা ছিল না।

+
পথবাতি

পথবাতি লাগানো হচ্ছে কোচবিহার তোর্সা বাঁধের রাস্তায়

#কোচবিহার : কোচবিহার তোর্সা বাঁধের উপর দিয়ে যে রাস্তা বানানো হয়েছে তাতে এতদিন পর্যন্ত কোনো রকম আলো ব্যবস্থা ছিল না। সামান্য কিছু এলাকায় পথবাতি দেখা যেত। মূলত এই কারণের জন্যই সমস্যায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের এবং এই পথ দিয়ে চলাচলকারীদের। এছাড়া অন্ধকার পরিবেশ হওয়ার কারণে বাঁধের উপরের রাস্তা এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়ে উঠছিল। এই সকল সমস্যার কথা জানাতেই তৎপর হয়ে ওঠে কোচবিহার পৌরসভা। পৌরসভার উদ্যোগে এই রাস্তাটিতে পথবাতি লাগানো হচ্ছে।
 
 
advertisement
এলাকার ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ মজুমদার বলেন, \"কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যা পরিস্হিতির সময় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এখানে এসেছিলেন। তিনি এলাকাটি পরিদর্শন করে দেখেন। তারপর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে একটি আবেদন জমা করা হয় কোচবিহার পৌরসভায়। তারপরেই কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আলোর ব্যবস্থা করা হয়েছে।\"
advertisement
 
 
দীর্ঘদিন যাবত এলাকার বাসিন্দারা নানা ধরনের সমস্যায় পড়ছিলেন এই আলো না থাকার কারণে। এলাকায় দিনে দিনে যেভাবে পাল্লা দিয়ে বেড়ে উঠছিল সমাজ বিরোধীদের দৌরাত্ম্য তাতে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে এলাকার বাসিন্দাদের। তবে এই আলোর ব্যবস্থা হলে, এই দূরত্ব অনেকটাই কমে যাবে এমনটাই মনে করছেন স্থানীয় মানুষেরা। কোচবিহার পৌরসভার এরকম সক্রিয় ভূমিকা পালনে রীতিমতো খুশি হয়ে রয়েছেন পৌর এলাকার বাসিন্দারা।
advertisement
 
এলাকার এক স্থানীয় বাসিন্দা অশোক কুমার রায় বলেন, \"আমি প্রায় দীর্ঘ ২৫ বছর যাবত এখানে বসবাস করছি। তবে ২৫ বছরে এই রাস্তায় আলো সেরকম কোনো ব্যবস্থা দেখতে পারিনি। তবে বর্তমান কাউন্সিলর দায়িত্বভার সামলানোর পর থেকে, যেভাবে উদ্যোগ গ্রহণ করে রাস্তাটিতে আলোর ব্যবস্থা করল। তাতে আমরা এলাকার বাসিন্দারা সকলেই দারুন খুশি।\" বর্তমানে এই রাস্তাটিতে আরও লাগানোর খুঁটি এবং আলো লাগানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ করা হয়নি। তবে দ্রুত এই আলো গুলিতে বৈদ্যুতিক সংযোগ করা হবে এমনটি জানানো হয়েছে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে। এই রাস্তাটিতে আলো জ্বলে উঠলে, রাস্তাটির গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।
advertisement
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: অবশেষে লাগছে পথবাতি, খুশি কোচবিহার তোর্সা বাঁধ এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement