TRENDING:

Coochbehar News: ট্রাকের ধাক্কায় ভাঙল কোচবিহার রাজবাড়ির ছোট গেট

Last Updated:

কোচবিহার রাজবাড়ির পেছনের দিকে দেবী বাড়ি এলাকায় এই ছোট গেট অবস্থিত। সেই ছোট গেট সংস্কারের কাজ চালায় সকলেই খুশি ছিল। কিন্তু হঠাৎ করেই তা এভাবে ভেঙে যাওয়াটা মেনে নেওয়া যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কিছুদিন আগেই কোচবিহার রাজবাড়ির ছোট গেটের সংস্কার কাজ শুরু হয়। দ্রুতগতিতে চলছে সেই কাজ। তারই মাঝে ঘটল বড়সড় বিপত্তি। গুয়াহাটি থেকে ফালাকাটাগামী একটি ট্রাকের ধাক্কায় ভেঙে গেল রাজবাড়ির ঐতিহ্যবাহী ছোট গেট! রাতের অন্ধকারে গোটা বিষয়টি ঘটায় তা শহরের মানুষ টের পাননি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
advertisement

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি নিয়ে বালুরঘাটে আন্তর্জাতিক সেমিনার

কোচবিহারের মানুষের কাছে আজও রাজবাড়ির আবেদন অনস্বীকার্য। তাঁদের জাতি পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোচ রাজাদের এই ঐতিহ্যবাহী বাড়ি। সেখানকার ঐতিহ্যমন্ডিত ছোট গেট ভেঙে যাওয়ায় মানসিকভাবে ধাক্কা খেয়েছেন বহু মানুষ। সেই বিষয়টি ফুটে উঠল স্থানীয় বাসিন্দা আরাফাত আলির কথায়। তিনি জানান, কোচবিহার রাজবাড়ির পেছনের দিকে দেবী বাড়ি এলাকায় এই ছোট গেট অবস্থিত। সেই ছোট গেট সংস্কারের কাজ চালায় সকলেই খুশি ছিল। কিন্তু হঠাৎ করেই তা এভাবে ভেঙে যাওয়াটা মেনে নেওয়া যায় না।

advertisement

এই প্রসঙ্গে সংস্কার কাজের দায়িত্ব থাকা পিডব্লিউডি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, ট্রাকের ধাক্কায় গেটের নির্মীয়মাণ স্তম্ভের ওপরের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙা অংশকে ঠিক করতে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। ফলে গোটা বিষয়টি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে ক্ষতি হলেও এর প্রভাব বেশি হবে না বলে জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ট্রাকের ধাক্কায় ভাঙল কোচবিহার রাজবাড়ির ছোট গেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল