পাঠান হাজির আসানসোলে! লাইন দিয়ে চলছে সেলফি ক্লিক

চার্লি চ্যাপলিন থেকে বিগ বি, নীরজ চোপড়া থেকে বিরাট কোহলি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জ্যোতি বসু - সকলের সঙ্গে এক ছাদের তলায় এবার দেখা যাচ্ছে বলিউডের কিং খান শাহরুখকে

আসানসোলের মহিশিলার ওয়াক্স মিউজিয়ামে এখন পাঠানকে নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মূর্তি শিল্পী সুশান্ত ঘোষের  মিউজিয়ামে তৈরি হয়েছে শাহরুখ খানের মোমের মূর্তি

পাঠান সিনেমায় শাহরুখ খানের যে রূপ দেখা গিয়েছে, মোমের মূর্তিতে সেই রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী

এই মূর্তি তৈরি করতে প্রায় দু মাসের বেশি তার সময় লেগেছে

তবে চ্যালেঞ্জিং ছিল পাঠানের পোশাক তৈরি করা, যে কাজ করেছেন শিল্পীর মেয়ে

কেন সময় লাগে একটি মোমের মূর্তি তৈরি করতে? 

মোমের মূর্তি তৈরি করার আগে নিখুঁতভাবে শারীরিক বিবরণ নির্ধারণ করতে হয়

সেই ব্যক্তি উপস্থিত না থাকলে তাঁর ছবি, ভিডিও দেখে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিখে রাখতে হয়

এই জন্য বেশ কয়েকশো বার তাঁর ছবি, ভিডিও দেখতে হয়

এরপর মাটির ছাঁচ তৈরি হয়, তৈরি করা হয় মোম

এরপর মোম জমাট বেঁধে শক্ত হলে, মূর্তিটি বের করা হয়

তারপর বসানো হয় মূর্তির চুল, গোঁফ, গাড়ি, ভ্রু ইত্যাদি, সবশেষে পড়ানো হয় পোশাক

আর তারপরেই মূর্তিটি দর্শকদের সামনে আনা হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন