Dakshin Dinajpur News: জাতীয় শিক্ষানীতি নিয়ে বালুরঘাটে আন্তর্জাতিক সেমিনার

Last Updated:

সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। কলেজ কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গে এই প্রথম এমন আন্তর্জাতিক স্তরের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজিত হল বালুরঘাটে। নতুন জাতীয় শিক্ষানীদের উপর দু’দিনের এই কর্মশালা ও আলোচনা সভা আয়োজিত হয় বালুরঘাট বিএড কলেজে।
এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। কলেজ কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গে এই প্রথম এমন আন্তর্জাতিক স্তরের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারের প্রথম দিনে বালুরঘাট সহ মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পুনে, বাংলাদেশ এবং জর্ডন থেকে অনলাইনে বিভিন্ন নামকরা গবেষক ও শিক্ষাবিদরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুরের জগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালের অধ্যক্ষ প্রদীপ্ত কুমার মিশ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র প্রমুখরা এখানে তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
advertisement
advertisement
জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ন্যাকের কার্যকলাপ সম্পর্কে অবগত করা হবে সেমিনারে অংশ নেওয়া পড়ুয়াদের। কলেজ পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক সেমিনারে আলোচনার যে নির্যাস উঠে আসবে তা ভারতের উচ্চশিক্ষা চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এমন সেমিনারের মাধ্যমে সেই বিষয়ে পড়ুয়া ও অধ্যাপকরা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: জাতীয় শিক্ষানীতি নিয়ে বালুরঘাটে আন্তর্জাতিক সেমিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement