TRENDING:

Cooch Behar: দেখতে দেখতে সাত-এ পা কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের

Last Updated:

দেখতে দেখতে ছয় বছর পার করে, সাত বছরে পদার্পণ করল কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর প্রতিষ্ঠা দিবসের এই খুশিতে মেতে উঠেছে গোটা কলেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : দেখতে দেখতে ছয় বছর পার করে, সাত বছরে পদার্পণ করল কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর প্রতিষ্ঠা দিবসের এই খুশিতে মেতে উঠেছে গোটা কলেজ। এই আনন্দ উৎসবে স্টুডেন্টদের পাশাপাশি শামিল হয়েছেন কলেজের শিক্ষকেরাও। কলেজ চত্বরের সেমিনার রুমে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের পাশাপাশি স্টুডেন্টরাও অংশগ্রহণ করছে। কলেজের একজন স্টুডেন্ট অঙ্কন শীল বলেন, \"কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটি হওয়ার কারণে আমরা দারুণ খুশি। বিগত দুবছর আমরা লকডাউনের জন্য বাড়িতে ছিলাম। তাই কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
advertisement

 

 

তবে বছর সবকিছু স্বাভাবিক থাকায় সেই সুযোগটা আমরা আর হাতছাড়া করিনি। বেশ বড় করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কলেজের চত্বরে। এছাড়াও কলেজের প্রথম পটন এবং অন্যান্য বিষয় যথেষ্ট ভালোভাবেই চলছে।\" দীর্ঘ এই ছয় বছরের বিভিন্ন ওঠা পড়ার মধ্য দিয়ে কুচবিহার গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এগিয়ে গেছে সাফল্যের পথে। ইতিমধ্যেই এই কলেজ থেকে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ভালো চাকরির সুযোগ পেয়েছে। আগামী দিনেও এই সাফল্যের মাত্রা আরও বাড়বে বলে আশা রাখছেন কলেজের সমস্ত শিক্ষকেরা।

advertisement

View More

আরও পড়ুনঃ বেহাল অবস্থা বিধায়কের তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্সের!

 

 

তবে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আরো নিত্য নতুন পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। ধীরে ধীরে সেই সমস্ত পরিকল্পনা গুলি বাস্তবায়ন করা হবে এমনটাই জানিয়েছেন তারা। কলেজের একজন ছাত্রী প্রিয়া কুমারী যাদব বলেন, \"এই কলেজের একজন স্টুডেন্ট হতে পারে আমরা গর্বিত। সত্যিই কলেজের পঠন-পাঠনের মান এবং শিক্ষকদের ছাত্রদের প্রতি ভালোবাসা এই দুটির কারণে কলেজের এত অল্প সময়ে অনেক উন্নতি হয়েছে। আগামী দিনেও কলেজ আরো উন্নতি করবে বলে আমি মনে করি।\"

advertisement

আরও পড়ুনঃ এবারের থিম 'পাখি বাঁচান'! খুঁটি পুজো দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি

 

 

কলেজের প্লেসমেন্ট হেড তথা ভারপ্রাপ্ত ইনচার্জ সৌভিক সান্যাল জানান, \"আমাদের এই দীর্ঘ ছয় বছরের যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। তবে আমরা শিক্ষকেরা এবং সমস্ত স্টুডেন্টরা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজকে এই সাফল্য এনে দিতে পেরেছি। আগামী দিনেও এই বিষয়টি আমরা চালিয়ে যাব।\"

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: দেখতে দেখতে সাত-এ পা কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল