তবে এ বছর সবকিছু স্বাভাবিক থাকায় সেই সুযোগটা আমরা আর হাতছাড়া করিনি। বেশ বড় করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কলেজের চত্বরে। এছাড়াও কলেজের প্রথম পটন এবং অন্যান্য বিষয় যথেষ্ট ভালোভাবেই চলছে।\" দীর্ঘ এই ছয় বছরের বিভিন্ন ওঠা পড়ার মধ্য দিয়ে কুচবিহার গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এগিয়ে গেছে সাফল্যের পথে। ইতিমধ্যেই এই কলেজ থেকে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ভালো চাকরির সুযোগ পেয়েছে। আগামী দিনেও এই সাফল্যের মাত্রা আরও বাড়বে বলে আশা রাখছেন কলেজের সমস্ত শিক্ষকেরা।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থা বিধায়কের তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্সের!
তবে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আরো নিত্য নতুন পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। ধীরে ধীরে সেই সমস্ত পরিকল্পনা গুলি বাস্তবায়ন করা হবে এমনটাই জানিয়েছেন তারা। কলেজের একজন ছাত্রী প্রিয়া কুমারী যাদব বলেন, \"এই কলেজের একজন স্টুডেন্ট হতে পারে আমরা গর্বিত। সত্যিই কলেজের পঠন-পাঠনের মান এবং শিক্ষকদের ছাত্রদের প্রতি ভালোবাসা এই দুটির কারণে কলেজের এত অল্প সময়ে অনেক উন্নতি হয়েছে। আগামী দিনেও কলেজ আরো উন্নতি করবে বলে আমি মনে করি।\"
আরও পড়ুনঃ এবারের থিম 'পাখি বাঁচান'! খুঁটি পুজো দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
কলেজের প্লেসমেন্ট হেড তথা ভারপ্রাপ্ত ইনচার্জ সৌভিক সান্যাল জানান, \"আমাদের এই দীর্ঘ ছয় বছরের যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। তবে আমরা শিক্ষকেরা এবং সমস্ত স্টুডেন্টরা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজকে এই সাফল্য এনে দিতে পেরেছি। আগামী দিনেও এই বিষয়টি আমরা চালিয়ে যাব।\"
Sarthak Pandit