Cooch Behar: এবারের থিম 'পাখি বাঁচান'! খুঁটি পুজো দিয়ে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রতিবছর কোচবিহারের অন্যতম বিগ বাজেটের পূজা গুলির মধ্যে নিউটাউন ইউনিটের পুজো অন্যতম। তবে বিগত দু'বছর করোনার প্রভাবের কারণে দুর্গাপুজো খুব একটা ভালো করে করতে পারেনি নিউটাউন ইউনিট।
#কোচবিহার : প্রতিবছর কোচবিহারের অন্যতম বিগ বাজেটের পূজা গুলির মধ্যে নিউটাউন ইউনিটের পুজো অন্যতম। তবে বিগত দু'বছর করোনার প্রভাবের কারণে দুর্গাপুজো খুব একটা ভালো করে করতে পারেনি নিউটাউন ইউনিট। তবে এ বছর করোনা প্রভাব অনেকটাই কম রয়েছে। তাই এ বছর প্রকৃতি বান্ধব থিম 'পাখিদের বাঁচানোর আর্তি' নিয়ে দুর্গাপুজোর সময় কোচবিহারবাসীর সামনে আসতে চলেছে তারা। এবছর নিউটন ইউনিটের ৫৪তম বছরের দুর্গোৎসব। দীর্ঘদিন ধরে নিউটাউন ইউনিট কোচবিহারবাসীকে অনেক ভালো পুজো উপহার দিয়েছে। এবং কোচবিহারবাসী সেটা মনে রেখেছে আজও। তবে ক্লাব কর্তৃপক্ষের দাবি এখনো পর্যন্ত করা পুজো গুলির মধ্যে এ বছরের পুজোটি মানুষের মনে দাগ কাটবে।
নিউটাউন ইউনিট এর সেক্রেটারি অভিষেক সিংহ রায় বলেন, \"এবছর আমাদের ৫৪ তম বছর দুর্গোৎসব সেজন্য আমরা বিশেষভাবে প্রকৃতিবান্ধব একটি থিম নিয়ে আসতে চলেছি কোচবিহারবাসীর সামনে। গত দুবছর আমরা কম বাজেটের পুজো করেছিলাম। তবে এ বছর আমাদের বাজেট অনেকটাই বেশি। আশা করছি আমাদের এবছর করা থিম 'পাখিদের বাঁচানোর আর্তি' সকলের মন ছুঁয়ে যাবে।
advertisement
advertisement
নবদ্বীপের শিল্পীদের দিয়ে তৈরি করা হচ্ছে পুজো প্যান্ডেল এবং কোচবিহার কাকরিবাড়ি অঞ্চলের মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরি করবেন।\" নিউটন ইউনিটের এই খুঁটি পুজোতে এই এলাকার প্রায় সমস্ত বাসিন্দারাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে যোগদান করেছিলেন। এলাকার পুজোর প্রস্তুতি পর্বের শুরুর দিন থেকে সবাই আসন্ন দুর্গা পুজার আনন্দটি সবাই মিলে ভাগ করে নিতে চান।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে হকি টুর্নামেন্ট কোচবিহারে
এলাকার একজন স্থানীয় বাসিন্দা মিলি রায় বলেন, \"পাড়ার পুজোর আরম্ভ হয়ে গেল সত্যিই খুব ভালো লাগছে। এ বছর প্রকৃতিবান্ধব থিম নিয়ে তারা পূজা মন্ডপ তৈরি করতে চলেছে। ভাবতে বেশ ভালো লাগছে যে পুজোর আর বেশি দিন বাকি নেই। পাড়ার পুজোতে যে আনন্দ বা মজা হয় সেটা কোনভাবেই মিস করতে চাই না। তাই পাড়ার পূজোয় আমি সবসময় যোগদান করে থাকি।\"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
August 16, 2022 1:36 PM IST