এই র্যালি শুরু করা হয় সকাল সাড়ে ছয়টার সময়। এবং শেষ করা হয় দশটা নাগাদ। স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামানিক জানান, “ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে সারা বছর ব্যাপি আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে দেশ জুড়ে। আজকে সাইকেল দিবসের এই বিশেষ র্যালি তারই একটি অংশ।
আরও পড়ুনঃ সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারক জমা
advertisement
ভারতবর্ষের ৭৫টি ঐতিহাসিক স্থান আজকে এই র্যালি করা হচ্ছে। এর মধ্যে কোচবিহারে ঐতিহাসিক রাজবাড়ি থেকেও একটি র্যালি করা হচ্ছে। ভারতের যাতে প্রত্যেকটি নাগরিক সুস্থ থাকেন সেই মর্মেই এই র্যালির আয়োজন করা হয়েছে।” এছাড়াও কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমা শাসক রাকিবুর রহমান বলেন, “এখনকার জীবন যাত্রা অনেকটা স্ট্যাটিক ধরনের হয়ে গেছে।
আরও পড়ুনঃ বৈরাগী দিঘীতে বন্ধ পড়ে আছে কাস্টমাইজড শো অ্যাকুয়াস্ক্রিন! নষ্ট হচ্ছে ইকো সিস্টেম
প্রত্যেকটি মানুষ এক্সারসাইজ করা বাফিজিক্যাল অ্যাক্টিভিটিজ কমিয়ে দিয়েছে। তার জন্য বিভিন্ন ধরনের রোগ শুরু হয়েছে মানুষের শরীরে। তাই সুযোগ পেলেই সাইকেল চালানও উচিত। অল্প দূরত্বের জায়গা গুলিতে যেখানে হেঁটে গেলে একটু বেশী সময় লাগবে। সেই জায়গা গুলিতে যদি সাইকেল নিয়ে যাওয়া যায় তবে ভালো হয়”।
Sarthak Pandit