তিনি বলেন, \"দীর্ঘদিন ধরেই এই সংস্কৃতির মানুষেরা আমাদের জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে রয়েছে। আর এই সংস্কৃতির মানুষেরা রাজবংশী ভাষায় নাচ গান ও শর্ট ফিল্ম বানাচ্ছেন। কিন্তু রাজবংশী ভাষায় চলচ্চিত্র ধীরে ধীরে যেভাবে নিজের জায়গা করে নিচ্ছে তা কোচবিহার তথা উত্তরবঙ্গ ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয়\"।
আরও পড়ুনঃ বিপদ সঙ্কেত! জলের স্তর বাড়ছে তোর্সা নদীর!
advertisement
এই টেলিফিল্মের পরিচালক জানান, \"বি এস ফিল্ম প্রোডাকশন এর পক্ষ থেকে এই টেলিফিল্মের নির্মাণ করা হয়েছে। যদিও এটি খুবই সামান্য একটি কাজ করা হয়েছে। আপনাদের সবার শুভ কামনা আমাদের সাথে থাকলে আমরা অদূর ভবিষ্যতে আরো ভালো কাজ করে দেখাতে পারব। এটাই আমাদের আশা।\"
আরও পড়ুনঃ ভবিষ্যতে নিজের কেরিয়ার সুরক্ষিত করতে চান! করতে পারেন এই কোর্সটি
তবে বর্তমানে রাজবংশী চলচ্চিত্রের গুণগত মান যতটা বাড়তে শুরু করেছে। এবং সাধারণ মানুষ যেভাবে এই চলচ্চিত্র গুলিকে গ্রহণ করে নিয়েছে। তবে অদূর ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের পাশেই কোন একদিন জায়গা করে নিতে পারবে এই রাজবংশী চলচ্চিত্র।
Sarthak Pandit