TRENDING:

Birbhum News : আবশ্যিক লাঠি বা বাঁশ, লোকশিল্পের অনন্য নজির রায়বেশে নাচ ছিল জমিদারের দেহরক্ষীদের

Last Updated:

Folk Dance: একসময় খুব জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে রায়বেশে বা রায়বেঁশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাধব দাস, বীরভূম : একসময় খুব জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে রায়বেশে বা রায়বেঁশে। এটি আসলে ভারতীয় লোক যুদ্ধের একটি নৃত্য ঘরানা। রায়বেশের জন্য আবশ্যিক লাঠি বা বাঁশ। জমিদার আমল থেকে শুরু হওয়া এই নৃত্য ঘরানা আজও ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছেন বীরভূমের কয়েকজন শিল্পী। বর্তমান সময়ে অনেকেই এই ধরনের নৃত্য ঘরানা দেখার সুযোগ পান না।
advertisement

তবে এখনও পর্যন্ত এই নৃত্য ঘরানা বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় দেখা যায়। এছাড়াও এই সকল জেলার বেশ কিছু শিল্পী যারা এখনও পর্যন্ত রায়বেশেকে আঁকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের নৃত্য ঘরানা পরিবেশন করতে যান। তারা বিভিন্ন অনুষ্ঠানে ডাক পেলেই ছুটে যান এবং সেখানে এমন নৃত্য সঞ্চালন করে থাকেন। বাঁশ, লাঠি ছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এই নৃত্য ঘরানা সঞ্চালিত করা হয়ে থাকে।

advertisement

মধ্যযুগে এই ধরনের ঘরানা নৃত্য সঞ্চালিত করতেন যারা মূলত জমিদারদের দেহরক্ষী হিসাবে কাজ করতেন। পায়ে নূপুর পরে ঢোল, কাঞ্চিস ইত্যাদির আওয়াজের সঙ্গে সঙ্গে তারা তাদের নৃত্য পরিবেশন করেন। এখানে নৃত্য বলতে মূলত তাদের পারদর্শিতা বা খেলা দেখানো হয়।

আরও পড়ুন : তিলের খাজা খেতে মজা! তৈরি হচ্ছে শীতের মরশুমে লালগোলায় 

advertisement

View More

বীরভূমের নানুরের চারকল গ্রামের ১৮ জনের বেশি এই ধরনের নৃত্য ঘরানা পরিবেশনের সঙ্গে যুক্ত। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ওড়িশা, হরিয়ানা বিভিন্ন জায়গায় এমন নৃত্য পরিবেশন করে থাকেন। তারা লাঠি, ডাল তরোয়াল, বাঁশ, ত্রিফলা ইত্যাদি নিয়ে এমন নৃত্য ঘরানা পরিবেশন করে থাকেন।

আরও পড়ুন :  উল্লসিত বাসিন্দারা, এই প্রথম প্রচুর পরিযায়ী পাখি এল কালনার ছাড়িগঙ্গায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে তাঁদের আক্ষেপ কেবলমাত্র এই রায়বেশের উপর নির্ভর করে  সংসার চলে না। সংসার চালানোর জন্য তাদের চাষবাসের কাজও করতে হয় এবং সেই চাষবাস করার ফাঁকে এই নৃত্যধারাকে তাঁরা টিকিয়ে রেখেছেন।

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : আবশ্যিক লাঠি বা বাঁশ, লোকশিল্পের অনন্য নজির রায়বেশে নাচ ছিল জমিদারের দেহরক্ষীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল