এমন দৃশ্য দেখে হতবাক পুরুলিয়াবাসী। উৎসাহিত পর্যটকেরাও। ঝালদার খামার এলাকার বাসিন্দা বিমল কুইরি ও সত্যনারায়ণ কোনার বলেন, ” মর্নিংওয়াক করতে হঠাৎ দেখতে পাই রাস্তার ধারে বরফের গুঁড়ো পড়ে আছে। কাছে গিয়ে সেই বরফ হাতে নিয়ে দেখি। এই প্রথম ঝালদায় ভূমি তুষার দেখা গেল। ভীষণই খুশি। পুরুলিয়াতে বসেই কাশ্মীর ও দার্জিলিং-এর মতো অনুভূতি পাচ্ছি।”
advertisement
পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তথা ভূবিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরা বলেন, বৈপরীত্য তাপমাত্রার কারণে এই ঘটনা ঘটে থাকে। পুরুলিয়াতেও এই ঘটনা সেই ভৌগোলিক কারণেই ঘটেছে। পাহাড়ি এলাকায় এই ঘটনা খুব স্বাভাবিক।
পুরুলিয়ার ভূমি তুষারের বিরল দৃশ্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসেও এইরকম দৃশ্য দেখা গিয়েছিল বেগুনকোদরে। এ’বছর সেই ঘটনার পুনরাবৃত্তি হল। রাঢ বঙ্গের রুক্ষ জেলাতে বসে বরফের দেখা পেয়ে খুশির হাওয়া জঙ্গলমহলে।





