দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় এবারের মেলা ৬২তম বছরে পা রেখেছে। গত ১২ ডিসেম্বর এই মেলার সূচনা হয়েছে এবং তা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে এলাকার খুদে পড়ুয়ারদের মধ্যে ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা। শুক্রবার আশ্রম প্রাঙ্গণে বিকাল বেলায় তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ভোররাতে ভাঙা হল আন্দোলন মঞ্চ! প্রতিবাদে নামলেন বিশ্বভারতীর পড়ুয়ারা
আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত একটি বিভাগ, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি বিভাগ এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরেকটি বিভাগ করে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে বেছে নেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও এই মেলায় খুদে ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য নিজেদের আঁকা ছবি প্রদর্শনী করা হয়েছে।
Madhab Das