TRENDING:

Birbhum News: খুদেদের উৎসাহিত করতে মেলায় বসে আঁকো প্রতিযোগিতা

Last Updated:

দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে প্রতিবছর দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে অভেদানন্দ মেলার আয়োজন করা হয়। করোনাকালে গত দুবছর এই মেলার আয়োজন সম্ভব হয়নি। তবে এই বছর পরিস্থিতির স্বাভাবিক থাকায় পুরো দমে চলছে মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে প্রতিবছর দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে অভেদানন্দ মেলার আয়োজন করা হয়। করোনাকালে গত দুবছর এই মেলার আয়োজন সম্ভব হয়নি। তবে এই বছর পরিস্থিতির স্বাভাবিক থাকায় পুরো দমে চলছে মেলা। মেলা মানেই মিলন ক্ষেত্র, মেলা মানেই সংস্কৃতিক অনুষ্ঠান, বেচা কেনা ইত্যাদি। তবে এরই মাঝে খুদেদের উৎসাহিত করার জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয় এই অভেদানন্দ মেলাতে। শুক্রবার বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার ২১৫ জন খুদে পড়ুয়া।
advertisement

দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় এবারের মেলা ৬২তম বছরে পা রেখেছে। গত ১২ ডিসেম্বর এই মেলার সূচনা হয়েছে এবং তা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে এলাকার খুদে পড়ুয়ারদের মধ্যে ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা। শুক্রবার আশ্রম প্রাঙ্গণে বিকাল বেলায় তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুনঃ ভোররাতে ভাঙা হল আন্দোলন মঞ্চ! প্রতিবাদে নামলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত একটি বিভাগ, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি বিভাগ এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরেকটি বিভাগ করে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে বেছে নেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও এই মেলায় খুদে ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য নিজেদের আঁকা ছবি প্রদর্শনী করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: খুদেদের উৎসাহিত করতে মেলায় বসে আঁকো প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল