বলরাম প্রভুর সেবায়েত সুপ্রতিম ঠাকুর বলেন, “শুধু খয়রাশোল নয়, খয়রাশোল ব্লক ও পার্শ্ববর্তী এলাকার মানুষও আমাদের বলরাম মন্দিরকে কেন্দ্র করে এক গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করেন। প্রতি বছর গোপাষ্টমী তিথিতে শুরু হয় গোষ্ঠমেলা, যা প্রায় পাঁচ দিন ধরে চলে।”
আরও পড়ুন : সংক্রান্তির পরই আসছে কার্তিকের লড়াই! আগ্রহ উৎসাহে উদগ্রীব বেলডাঙার বাসিন্দারা
advertisement
মেলার প্রথম দিন অর্থাৎ গোপাষ্টমীর দিন বলরাম প্রভুর শোভাযাত্রা বের হয় মন্দির প্রাঙ্গণ থেকে গোষ্ঠমঞ্চের মাঠ পর্যন্ত। প্রায় ২০০ থেকে ৩০০ ঢাক ও নানা বাদ্যযন্ত্রের সঙ্গে ধুমধাম করে হয় বনভোজন ও পুজো-আরতি। সন্ধ্যা পর্যন্ত প্রভু বিরাজমান থাকেন গোষ্ঠমঞ্চে, তারপর রাত্রি দশটা নাগাদ পুনরায় ফিরে আসেন মন্দিরে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় গোষ্ঠমেলার আনুষ্ঠানিক পর্ব, যা কয়েক দিন ধরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে।