Tarapith Temple: দিল্লিতে বিস্ফোরণের পর তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা, না জানলে খুব মুশকিল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Tarapith Temple: লালকেল্লা বিস্ফোরণের পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি হওয়ায় মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তল্লাশি চালিয়ে পর্যটকদের তারাপীঠ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
রাজ্যের তথা বীরভূম জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বামদেবের সিদ্ধপিঠ তীর্থভূমি তারাপীঠ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই এক ধাক্কায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। বিধানসভা নির্বাচন ঘিরে বিহারে কয়েক মাস ধরে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ব্যস্ততা ছিল তুঙ্গে। সেই ভোট মিটতেই পর্যটকদের ভিড় বাড়ল তারাপীঠে। (তথ্য-সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement
মন্দির কমিটির মূল সেবায়েত তারক নাথ রায় বলেন, তারাপীঠে এখন সিজিন বা অফ সিজিন বলে কিছু নেই। বছরের প্রত্যেকদিন পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। তবে বিহারের ভোটের জন্য কিছুদিন পর্যটকদের সংখ্যা কমে গিয়েছিল। বিহারে নির্বাচন শেষ হতেই ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটকদের অনেকেই সেখানকার বিভিন্ন দলের প্রার্থীর ভাল ফল কামনা করে পুজো দিচ্ছেন। কেউ বা ছাগ বলি, কেউ ভাণ্ডারা দিচ্ছেন।
advertisement
advertisement
তারাপীঠে ভিড়ে নাশকতার ঘটনা রুখতে সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি মন্দিরের প্রবেশের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের তল্লাশি চালানোর পর মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে। মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের ব্যাগ থেকে শুরু করে পুজোর ডালি সমস্তটাই ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারপর মন্দিরের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। (তথ্য-সৌভিক রায়)
