Tradition & Heritage: খয়রাশোলের প্রাচীন ঐতিহ্য! জানুন গোপাষ্টমীতে বলরাম জীউয়ের গোষ্ঠমেলার কথা

Last Updated:

Tradition & Heritage: শুধু খয়রাশোল নয়, খয়রাশোল ব্লক ও পার্শ্ববর্তী এলাকার মানুষও আমাদের বলরাম মন্দিরকে কেন্দ্র করে এক গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করেন। প্রতি বছর গোপাষ্টমী তিথিতে শুরু হয় গোষ্ঠমেলা, যা প্রায় পাঁচ দিন ধরে চলে

+
খয়রাশোল

খয়রাশোল বলরাম জিউ মন্দির

খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: খয়রাশোল মানেই বলরাম জীউ মন্দির। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দিরকে ঘিরেই আজও খয়রাশোলের পরিচয়। জেলার গণ্ডি পেরিয়ে এই মন্দির ও বার্ষিক গোষ্ঠমেলা এখন সমগ্র এলাকার এক অন্যতম সাংস্কৃতিক ও ধর্মীয় আকর্ষণ। জানা যায়, প্রায় সাড়ে চারশো বছর আগে মঙ্গলডিহি থেকে বলরাম বিগ্রহ নিয়ে খয়রাশোলে আসেন মন্দিরের সেবায়েতদের পূর্বপুরুষেরা। তাঁরা খয়রাশোলের আদি বাসিন্দা না হলেও এখানকার ইতিহাসে তাঁদের অবদান অপরিসীম। জেলার বিভিন্ন প্রান্ত, এমনকি ঝাড়খণ্ড ও বর্ধমান থেকেও তাঁদের অসংখ্য শিষ্য আসতেন এই গ্রামে। সেই ঐতিহ্য আজও বজায় আছে বলে জানান বর্তমান সেবায়েতরা।
বলরাম প্রভুর সেবায়েত সুপ্রতিম ঠাকুর বলেন, “শুধু খয়রাশোল নয়, খয়রাশোল ব্লক ও পার্শ্ববর্তী এলাকার মানুষও আমাদের বলরাম মন্দিরকে কেন্দ্র করে এক গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করেন। প্রতি বছর গোপাষ্টমী তিথিতে শুরু হয় গোষ্ঠমেলা, যা প্রায় পাঁচ দিন ধরে চলে।”
আরও পড়ুন : সংক্রান্তির পরই আসছে কার্তিকের লড়াই! আগ্রহ উৎসাহে উদগ্রীব বেলডাঙার বাসিন্দারা
মেলার প্রথম দিন অর্থাৎ গোপাষ্টমীর দিন বলরাম প্রভুর শোভাযাত্রা বের হয় মন্দির প্রাঙ্গণ থেকে গোষ্ঠমঞ্চের মাঠ পর্যন্ত। প্রায় ২০০ থেকে ৩০০ ঢাক ও নানা বাদ্যযন্ত্রের সঙ্গে ধুমধাম করে হয় বনভোজন ও পুজো-আরতি। সন্ধ্যা পর্যন্ত প্রভু বিরাজমান থাকেন গোষ্ঠমঞ্চে, তারপর রাত্রি দশটা নাগাদ পুনরায় ফিরে আসেন মন্দিরে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় গোষ্ঠমেলার আনুষ্ঠানিক পর্ব, যা কয়েক দিন ধরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tradition & Heritage: খয়রাশোলের প্রাচীন ঐতিহ্য! জানুন গোপাষ্টমীতে বলরাম জীউয়ের গোষ্ঠমেলার কথা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement