TRENDING:

Tarapith Temple: দিল্লিতে বিস্ফোরণের পর তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা, না জানলে খুব মুশকিল

Last Updated:
Tarapith Temple: লালকেল্লা বিস্ফোরণের পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি হওয়ায় মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তল্লাশি চালিয়ে পর্যটকদের তারাপীঠ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
advertisement
1/6
দিল্লিতে বিস্ফোরণের পর তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা
রাজ্যের তথা বীরভূম জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বামদেবের সিদ্ধপিঠ তীর্থভূমি তারাপীঠ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই এক ধাক্কায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। বিধানসভা নির্বাচন ঘিরে বিহারে কয়েক মাস ধরে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ব্যস্ততা ছিল তুঙ্গে। সেই ভোট মিটতেই পর্যটকদের ভিড় বাড়ল তারাপীঠে। (তথ্য-সৌভিক রায়)
advertisement
2/6
বুধবার দুপুর থেকেই সেই ভিড় লক্ষ করা যায়। হোটেল ব্যবসায়ীদের অনুমান, শীতের শুরুতেই পর্যটকদের ভিড় আরও বাড়বে। তবে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর দেশ জুড়েই হাই অ্যালার্ট জারি হয়েছে।
advertisement
3/6
তাই ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে নাশকতা রুখতে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানোর পর মন্দিরে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় পুলিশের নিরাপত্তারক্ষীরা রয়েছেন, এর পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকেও অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে।
advertisement
4/6
মন্দির কমিটির মূল সেবায়েত তারক নাথ রায় বলেন, তারাপীঠে এখন সিজিন বা অফ সিজিন বলে কিছু নেই। বছরের প্রত্যেকদিন পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। তবে বিহারের ভোটের জন্য কিছুদিন পর্যটকদের সংখ্যা কমে গিয়েছিল। বিহারে নির্বাচন শেষ হতেই ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটকদের অনেকেই সেখানকার বিভিন্ন দলের প্রার্থীর ভাল ফল কামনা করে পুজো দিচ্ছেন। কেউ বা ছাগ বলি, কেউ ভাণ্ডারা দিচ্ছেন।
advertisement
5/6
তিনি আরও জানান লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই ঘটনার পরেই মন্দির কমিটির তরফ থেকে তারাপীঠ থানায় গিয়ে আবেদন করা হয় যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয় তারাপীঠ মন্দির চত্বরে।
advertisement
6/6
তারাপীঠে ভিড়ে নাশকতার ঘটনা রুখতে সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি মন্দিরের প্রবেশের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের তল্লাশি চালানোর পর মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে। মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের ব্যাগ থেকে শুরু করে পুজোর ডালি সমস্তটাই ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারপর মন্দিরের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। (তথ্য-সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: দিল্লিতে বিস্ফোরণের পর তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা, না জানলে খুব মুশকিল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল