Bolpur Tourism: কাঁখাল থেকেই নামকরণ কঙ্কালী! বোলপুর গেলে অবশ্যই দেখতে আসুন ৫১ শক্তিপীঠের অন্যতম মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Bolpur Tourism:হাতে একদিনের ছুটি চট জলদি ঘুরে আসুন এই মন্দির থেকে, জেনে নিন এই মন্দিরের মাহাত্ম্য
বীরভূম,সৌভিক রায়: লালমাটির জেলা বীরভূম। আর এই বীরভূম জেলার অন্যতম পর্যটনক্ষেত্র শান্তিনিকেতন। রেলপথে বোলপুর-শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক। এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা মন্দির। বীরভূম জেলায় মোট যে পাঁচটি সতীপিঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির।
কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। বড় রাস্তা থেকে ঢালুপথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির। আড়ম্বরহীন মন্দির চত্বর। তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে একদম আলাদা।
ছোট্ট মন্দিরে পাথরের বেদির ওপর সতীর কালীরূপী এই চিত্রপট। যদিও কয়েক বছর আগে একে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড। বর্তমানে লোকেদের মুখে মুখে এই কুণ্ডর মাহাত্ম্যের কথা শোনা যায়। এই মন্দিরে আগত পর্যটকদের বিশ্বাস এই কুণ্ডর জল মাথায় নিলে রোগ ব্যাধি সেরে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন : মেথি, বাদাম, গাজর-সহ ৫ খাবারের পঞ্চবাণে শায়েস্তা ব্লাড সুগার! শীতে খেতেই হবে, নইলে…
আপনি খুব সহজেই বোলপুর শান্তিনিকেতন এসে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর সেখান থেকে পৌঁছে যেতে পারেন যে কোনও ধরনের টোটো অথবা চারচাকা গাড়ি ভাড়া করে এই কঙ্কালীতলা মন্দির। মন্দিরের বাইরে বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে আপনি চাইলে সেখান থেকে আপনার টিফিন সেরে নিতে পারেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 5:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bolpur Tourism: কাঁখাল থেকেই নামকরণ কঙ্কালী! বোলপুর গেলে অবশ্যই দেখতে আসুন ৫১ শক্তিপীঠের অন্যতম মন্দিরে

