Birbhum News: ভোররাতে ভাঙা হল আন্দোলন মঞ্চ! প্রতিবাদে নামলেন বিশ্বভারতীর পড়ুয়ারা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে নভেম্বর মাসের ২৩ তারিখ থেকে নতুন করে শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন। পড়ুয়াদের একাংশ ঐদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করার পর তার বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন।
#বীরভূম : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে নভেম্বর মাসের ২৩ তারিখ থেকে নতুন করে শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন। পড়ুয়াদের একাংশ ঐদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করার পর তার বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। শেষমেষ মঙ্গলবার ভোররাতে সেই আন্দোলন মঞ্চ ভেঙে দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। পড়ুয়াদের আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি বিশ্বভারতীর রেজিস্টার অশোক মাহাতো অভিযোগ করেছেন, এই আন্দোলন মঞ্চে ইট পাটকেল, শাবল সহ বিভিন্ন জিনিসপত্র মজুত করে রাখা হয় এবং অধ্যাপক ও কর্মীদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হয়।
আন্দোলন মঞ্চ তৈরি করার ক্ষেত্রে কোন অনুমতি না থাকায় সেই মঞ্চ তুলে দেওয়া হয়েছে এবং তার বাড়িতেও হামলা চালিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। তবে আন্দোলনরত পড়ুয়াদের তরফ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং প্রয়োজন পড়লে তদন্ত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তাদের তরফ থেকে নিন্দা করা হচ্ছে যেভাবে এই আন্দোলন মঞ্চ তুলে দেওয়া হয়েছে তার জন্য।
advertisement
আরও পড়ুনঃ কর্মীরা কাজ করে ক্লান্ত! নবান্ন উৎসব থেকে দূরে, অফিসেই অভিনব আয়োজন
আন্দোলন মঞ্চ রাতের অন্ধকারে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে নিন্দা করার পাশাপাশি এর প্রতিবাদে বুধবার সন্ধ্যাবেলায় বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় পড়ুয়াদের তরফ থেকে। সেই প্রতিবাদ মিছিল এসে পৌঁছায় উপাচার্যের বাসভবন পর্যন্ত। এ সকল ঘটনা ঘটে যাওয়ার পরও বিশ্বভারতীর বিক্ষোভ্রত পড়ুয়ারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবী করেছেন এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। এখন আন্দোলন মঞ্চ তুলে দেওয়ার পরও পড়ুয়ারা তাদের আন্দোলন থামাবেন না বলেই জানিয়েছেন।
advertisement
advertisement
Madhab Das
Location :
First Published :
December 15, 2022 2:50 PM IST