Partha Chatterjee: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অপেক্ষায় বোলপুরের 'অপা'! ফের দরজা খোলার অপেক্ষা

Last Updated:
Partha Chatterjee: দীর্ঘ সাড়ে তিন বছর পর জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, তাহলে কী এবার বোলপুরের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পরিচারিকারা পাবেন পারিশ্রমিক? জানুন...
1/5
*বীরভূম, সৌভিক রায়: কমবেশি অনেকেই কলকাতায় বসবাস করলেও কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনে একটি নিজের বাড়ি বানিয়ে রাখতে পছন্দ করেন। কারণ হাতে একদিনের ছুটি পেলেই চলে আসা যাবে এখানে। আর ঠিক তেমনই বোলপুর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'অপা' নামে একটি বাড়ি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির পরই ফের আলো জ্বলে উঠেছে শান্তিনিকেতনের 'অপা' বাড়িতে।
*বীরভূম, সৌভিক রায়: কমবেশি অনেকেই কলকাতায় বসবাস করলেও কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনে একটি নিজের বাড়ি বানিয়ে রাখতে পছন্দ করেন। কারণ হাতে একদিনের ছুটি পেলেই চলে আসা যাবে এখানে। আর ঠিক তেমনই বোলপুর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'অপা' নামে একটি বাড়ি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির পরই ফের আলো জ্বলে উঠেছে শান্তিনিকেতনের 'অপা' বাড়িতে।
advertisement
2/5
*সময়টা নেহাতই কম না, প্রায় সাড়ে তিন বছর পর আবার খুলতে পারে 'অপা' বাড়ির জং ধরা লোহার গেট আর গেটে আটকে থাকা তালা। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে একাধিকবার সংবাদের শিরোনামে আসে এই বাড়িটি। একরকম নিস্তব্ধতায় ঢেকে গিয়েছিল বাড়িটি, অতিথি শূন্য। বাড়ির দেখভালের জন্য এতদিন শুধু ছিলেন বাড়ির পরিচারকেরাও। তাঁদের জোটেনি পারিশ্রমিক। তারপরেও তাঁরা বাড়িটি আগলে রেখেছিলেন।
*সময়টা নেহাতই কম না, প্রায় সাড়ে তিন বছর পর আবার খুলতে পারে 'অপা' বাড়ির জং ধরা লোহার গেট আর গেটে আটকে থাকা তালা। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে একাধিকবার সংবাদের শিরোনামে আসে এই বাড়িটি। একরকম নিস্তব্ধতায় ঢেকে গিয়েছিল বাড়িটি, অতিথি শূন্য। বাড়ির দেখভালের জন্য এতদিন শুধু ছিলেন বাড়ির পরিচারকেরাও। তাঁদের জোটেনি পারিশ্রমিক। তারপরেও তাঁরা বাড়িটি আগলে রেখেছিলেন।
advertisement
3/5
*অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে অনেক আগেই। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের খবর পাওয়ার পরেই পরিচারকেরা যেন কিছুটা অন্ধকারের মাঝে আশার এক টুকরো আলো দেখতে পাচ্ছেন। তাদের মতে, এবার বুঝি অনটনের দিন শেষ হবে, মিলবে পারিশ্রমিক। আবার ঝকঝকে তকতকে হয়ে উঠবে 'অপা'। ধুলো পড়ে থাকা বারান্দা নতুন প্রাণ ফিরে পাবে।
*অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে অনেক আগেই। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের খবর পাওয়ার পরেই পরিচারকেরা যেন কিছুটা অন্ধকারের মাঝে আশার এক টুকরো আলো দেখতে পাচ্ছেন। তাদের মতে, এবার বুঝি অনটনের দিন শেষ হবে, মিলবে পারিশ্রমিক। আবার ঝকঝকে তকতকে হয়ে উঠবে 'অপা'। ধুলো পড়ে থাকা বারান্দা নতুন প্রাণ ফিরে পাবে।
advertisement
4/5
*একসময় পার্থর বোলপুরের বাড়িতে চারিধারে গাছগাছালিতে ভর্তি থাকত। ফের জেলা জুড়ে শীতের আবহ তৈরি হয়েছে। সেই শীতের বাগানে আবার গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, প্যানসি, ন্যাস্টারশিয়াম আর ক্যালেন্ডুলা ফুলে ভরে উঠবে। এই আশায় বুক বেঁধেছে পরিচারক দম্পতি নিখিল দাস ও ঝর্ণা দাস।
*একসময় পার্থর বোলপুরের বাড়িতে চারিধারে গাছগাছালিতে ভর্তি থাকত। ফের জেলা জুড়ে শীতের আবহ তৈরি হয়েছে। সেই শীতের বাগানে আবার গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, প্যানসি, ন্যাস্টারশিয়াম আর ক্যালেন্ডুলা ফুলে ভরে উঠবে। এই আশায় বুক বেঁধেছে পরিচারক দম্পতি নিখিল দাস ও ঝর্ণা দাস।
advertisement
5/5
প্রসঙ্গত সময়টা তখন ২০১২ সাল,সেই সময়ে বোলপুর শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় 'অপা' বাড়িটি কেনেন পার্থ চট্টোপাধ্যায়। বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি অনুযায়ী, কলকাতার বাসিন্দা শ্যামলী ও সুসীম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্রয় করা হয় জমিটি। সেই থেকে পরিচারক দম্পতিই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। সেই দম্পতি বলেন,
*প্রসঙ্গত সময়টা তখন ২০১২ সাল,সেই সময়ে বোলপুর শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় 'অপা' বাড়িটি কেনেন পার্থ চট্টোপাধ্যায়। বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি অনুযায়ী, কলকাতার বাসিন্দা শ্যামলী ও সুসীম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্রয় করা হয় জমিটি। সেই থেকে পরিচারক দম্পতিই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। সেই দম্পতি বলেন, "দায়িত্ব নিয়েছিলাম এই বাড়িটির যত্ন নেওয়ার। তারপর সব পাল্টে যায়। তবুও বাড়িটি ছেড়ে যেতে পারিনি। ভেবেছিলাম যেদিন ফিরবেন, বাড়িটি যেন ঠিক থাকে, আগের মত সুন্দর থাকে। টিভিতে দেখলাম, বাবু জেলমুক্তি পেয়েছেন। মনে হচ্ছে, এবার ভাল দিন ফিরবে।"
advertisement
advertisement
advertisement