আজ সকালে চা বাগানের নালায় লেপার্ডের শাবকটিকে না দেখতে পেয়ে আশ্বস্ত হন শ্রমিকরা। তারা হাসিমুখে কাজে যোগদান দেন। লেপার্ডের শাবক উদ্ধার ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো কালচিনিতে। ঘটনাটি কালচিনি ব্লকের ভার্ণোবাড়ি চা বাগানের। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে বাগানে কাজ চলাকালীন হঠাৎ শ্রমিকরা লেপার্ডের শাবকটিকে দেখতে পায়, এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ড শাবকটিকে চা বাগানে রেখে, নজরদারি চালাতে শুরু করে। যাতে শাবকটির মা তাকে এসে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ঘোড়ামারা নদীর ওপর নেই সেতু! সমস্যায় এলাকার বাসিন্দারা
এর আগে এপ্রিল মাসের শেষের দিকে বন বিভাগের হামিল্টনগঞ্জ রেঞ্জের কালচিনির ব্লকের চুয়াপাড়া চা বাগানের চার নম্বর সেকশনে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দু'টি চিতাবাঘের বাচ্চা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। সেখানে গিয়ে বন কর্মীরা উপলব্ধি করেন, একবার ওই শাবক দু'টির গায়ে মানুষের ছোঁয়া লাগলে, আর তাদের ফেরাবে না মা চিতাবাঘ।
আরও পড়ুনঃ স্কুলঘর নির্মাণে পুরনো সামগ্রী ব্যবহার! অভিযোগ করছেন অভিভাবকরা
মা চিতাবাঘকে ফেরানো নিয়ে শুরু হয় তোড়জোড়, ওই এলাকা তন্নতন্ন করে খুঁজেও মা চিতা বাঘের হদিশ পায়নি বন দফতর। এরপর এলাকাটিকে ঘিরে ফেলে সেখানে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা, যাতে ওই বাচ্চা দুটির সমস্ত কর্মকান্ড ধরা পড়ে ক্যামেরায়। শেষ পর্যন্ত ওই এলাকায় মানুষের অনুপস্থিতির সুযোগে শাবক দু'টির কাছে ফিরে আসে মা লেপার্ডটি। শাবকদের দুধ খাইয়ে মুখে তুলে দুই শাবককে নিরাপদ জায়গায় নিয়ে চলে যায় মা। ওই ঘটনাটি রেকর্ড হয়েছে বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে।
Annanya Dey