মঙ্গলবার গভীর রাতে অসম বাংলা সীমান্তবর্তী আলিপুরদুয়ারের বারবিশায় মহাসড়কে দুটি লরির সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন এক লরির চালক। বারবিশা মনতলা এলাকায় মহাসড়কে একটি লরি অসম থেকে এসে দাঁড়িয়ে ছিল রাস্তার উপর। বারবিশায় বিশ্রাম নেবে বলে ঠিক করেছিলেন গাড়ির চালক। কিছুক্ষণের মধ্যেই একটি বাঁশ বোঝাই লরি অসমের দিক থেকে এসে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওই লরিটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর লরির চালক আটকে যায় দুমড়ে মুচড়ে যাওয়া লরির ভিতরে।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহায়তায় গ্যাস কাটার দিয়ে লরির স্টিয়ারিং কেটে উদ্ধার করা হয় ওই লরির চালককে। এরপর তাকে অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ওই লরির চালক সুস্থ আছেন বলে জানা যায়। প্রায় ৪৫ মিনিট দুমড়ে মুচড়ে যাওয়া লরিতে আটকে ছিলেন চালক। উদ্ধারকারী দল ভেবেছিল লরির চালক বেঁচে নেই। তবে কাকতালীয় ঘটনা দেখে তাজ্জব সকলেই।