দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন দীপাবলির আনন্দে মেতে উঠেছে বাঙালি। এই আবহে আলিপুরদুয়ারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এলাকার ত্রাস বাঁয়া গণেশ নামে পরিচিত হাতির হামলায় মাদারিহাটে একজনের মৃত্যু হল। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
জানা গিয়েছে, মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা আব্দুল কাদির এদিন বিকেলে বাজার করে ঘরে ফিরছিলেন। সেই সময় বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তাঁর উপর হামলা চালায়। এই ঘটনায় আব্দুল মারাত্মক ভাবে জখম হন। তাঁকে এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা আব্দুলকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আলিপুরদুয়ারেরই মধ্য মাদারিহাট এলাকায় আবার হাতির আক্রমণে গুরুতরভাবে জখম হন এক ব্যক্তি। স্বপন সরকার নামে ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে হাতিটি জঙ্গলের ধারে নিয়ে যায়। পরে এলাকাবাসীদের চিৎকারে হাতিটি জঙ্গলে প্রবেশ করলেও স্বপনবাবু গুরুতরভাবে জখম হন।