Alipurduar: স্কুলঘর নির্মাণে পুরনো সামগ্রী ব্যবহার! অভিযোগ করছেন অভিভাবকরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে পুরোনো সামগ্রী ব্যবহার করে। পড়ুয়াদের পক্ষে এই নতুন ঘর সুবিধাজনক হবে না বলে অভিযোগ অভিভাবকদের।
#আলিপুরদুয়ার : স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে পুরোনো সামগ্রী ব্যবহার করে। পড়ুয়াদের পক্ষে এই নতুন ঘর সুবিধাজনক হবে না বলে অভিযোগ অভিভাবকদের। নতুন সামগ্রী দিয়েই স্কুলের নতুন ঘর তৈরির দাবিতে একত্রিত হলেন অভিভাবকেরা। এমনকি নির্মাণ কাজ বন্ধ করিয়েছেন তারা।ঘটনাটি কালচিনি ব্লকের লতাবাড়ি হিন্দি হাইস্কুলের। এই স্কুলেই পুরোনো ক্লাসঘর ভেঙে তৈরি হচ্ছে নতুন ক্লাসঘর। এই বিষয়ে পড়ুয়াদের খুশি হতে দেখা গেলেও অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাকেরা। তাদের কথায় পুরোনো ক্লাসঘর ভেঙে যে ইট পাওয়া গিয়েছে। সেটাই নতুন ক্লাসঘর তৈরিতে ব্যবহার করা হয়েছে। নতুন কোনও ইট আনা হয়নি স্কুলে।
advertisement
এই নির্মাণ কাজ দেখে রীতিমতো ভয় পেয়েছেন অভিভাবকেরা। তাদের মতে যেভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। তাতে খুব কম দিনেই ভেঙে পড়তে পারে স্কুলের নতুন ঘরগুলি। তাদের সন্তানদের জীবন সংশয়ের ভয়ে ভীত তারা। এই ক্লাসরুমে তারা তাদের সন্তানদের ক্লাস করতে দেবেন না। যার জন্য তারা একত্রিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করিয়েছেন। কালচিনি, হ্যামিল্টনগঞ্জের হিন্দিভাষীরা এই স্কুলেই পড়াশুনো করে।
advertisement
স্কুলে পড়ুয়ার সংখ্যা শতাধিক। অভিভাবকদের অভিযোগ শুধু পুরোনো ইট নয়,নির্মাণ কাজে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তাও পুরোনো। এভাবে তাদের সন্তানদের জীবন সংশয়ে ফেলে নতুন ক্লাসরুম তারা তৈরি হতে দেবেন না বলে সাফ জানিয়েছেন অভিভাবকেরা।
advertisement
এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা সবিতা সিং জানান, তার পক্ষে পুরো নির্মাণ কাজ দেখা সম্ভব নয়। কারণ স্কুলের অন্যান্য কাজ তাকে দেখতে হয়। তাই ঠিকাদারের ওপর কাজটি দেখে করার ভার দিয়েছিলেন। অভিভাবকেরা যখন অভিযোগ করলেন তখন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। ঠিকাদারের সঙ্গে এবিষয়ে কথা বলবেন। পড়ুয়াদের ভবিষ্যৎ-এর বিষয় নিয়ে চিন্তিত তিনি।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
August 26, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: স্কুলঘর নির্মাণে পুরনো সামগ্রী ব্যবহার! অভিযোগ করছেন অভিভাবকরা