Vegetable Price Hike: ভাইফোঁটার আগে সবজির আগুন দাম! বেগুন, লঙ্কা থেকে কপি, কীসের কত রেট? জেনে নিন

Last Updated:

Vegetable Price Hike: ভাইফোঁটার আগে সবজির আকাশছোঁয়া দাম। বেগুন, লঙ্কা থেকে বাঁধাকপি, ফুলকপি, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? রেট জেনে নিন।

সবজির দাম আকাশছোঁয়া
সবজির দাম আকাশছোঁয়া
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন দীপাবলির আনন্দে মেতে উঠেছে বাঙালি। কালীপুজো মিটতেই ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া সবজির দাম। বাজারে শাক অমিল। সেই সঙ্গেই বেগুন, ফুলকপি, লঙ্কার মতো সবজির দামও ঊর্ধ্বমুখী।
বন্যার জেরে গৃহস্থের প্রচুর ফসল নষ্ট হয়েছে। তাই এবার উৎসবের আবহে আলিপুরদুয়ারে সবজির আগুন দাম! মূলত বন্যা কবলিত এলাকাগুলিতে দাম আরও বেশি। বেগুন ১২০ টাকা কেজি , ফুলকপি ৮০ টাকা কেজি, লঙ্কা ১২০ টাকা কেজি, বাঁধাকপি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনঃ দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে? জেনে নিন এর গুরুত্ব
এখানেই শেষ নয়! ভাইফোঁটার বাজারে শাক অমিল। বন্যার কারণে প্রচুর ফসল নষ্ট হয়েছে। তার জেরেই বাজারে শাক-সবজির দাম আকাশ ছুঁয়েছে বলে দাবি সবজি বিক্রেতাদের।
advertisement
advertisement
দুর্গাপুজো থেকে বাঙালির দীর্ঘ উৎসবের মরশুমের সূচনা হয়। উমার বিদায়ের পর একে একে লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হয়। সেই সঙ্গেই রয়েছে ভাইফোঁটা। এই বিশেষ দিনে বহু বাড়িতে এলাহি খানাপিনার বন্দোবস্ত করা হয়ে থাকে। তবে এবার ভাইফোঁটার আবহে সবজির দাম আকাশছোঁয়া। ফুলকপি, বাঁধাকপি থেকে বেগুন, লঙ্কা- সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। বন্যার জেরে প্রচুর ফসল নষ্ট হওয়াতেই দাম এত বেশি বলে দাবি করেছেন সবজি বিক্রেতারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vegetable Price Hike: ভাইফোঁটার আগে সবজির আগুন দাম! বেগুন, লঙ্কা থেকে কপি, কীসের কত রেট? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement