আরতি দেখে অপেক্ষা করছিলেন প্রসাদের! মণ্ডপ থেকেই টেনে নিয়ে গেল হাতি, পরে রাস্তার পাশে উদ্ধার! জানলে শিউড়ে উঠবেন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Elephant Attack : কালী পুজোর মণ্ডপে তখন সবে মাত্র শেষ হয়েছে আরতি।যে যার মত প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময়েই মন্ডপ থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে গেল হাতি।
advertisement
1/5

কালী পুজোর মন্ডপে তখন সবে মাত্র শেষ হয়েছে আরতি। যে যার মত প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময়েই এলাকায় হাজির সে। শুড় উঁচিয়ে ঘুরতে শুরু করে সে এলাকার বিভিন্ন প্রান্ত। এমনকি মন্ডপ থেকে টেনে হিচড়ে নিয়ে যায় এক ব্যক্তিকে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
2/5
ফের হাতির হানায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্য মাদারিহাট এলাকায়। এলাকার বাসিন্দা স্বপন সরকারের ওপর হাতি আক্রমণ করে।এই ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন তিনি।
advertisement
3/5
স্বপন সরকারকে টেনে হিচড়ে হাতিটি নিয়ে যায় জঙ্গলের ধারে। পরে এলাকাবাসীদের চিৎকারে হাতিটি জঙ্গলে প্রবেশ করলেও গুরুতর ভাবে আহত হন স্বপন বাবু।
advertisement
4/5
এলাকার বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান। তবে স্বপন সরকারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
5/5
ঘটনার খবর দেওয়া হয়েছে মাদারিহাট রেঞ্জ অফিসে। স্বপন সরকারের পরিবারের সঙ্গে কথা বলেছেন বন কর্মীরা। তবে তার চিকিৎসার খরচ বন দফতর বহন করবে কী না সেই বিষয়ে জানা যায়নি। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>