Alipurduar: রাখে হরি মারে কে! এই প্রবাদই সত্যি হল লরি চালকের জীবনে, রাতের অন্ধকারে জানুন কী ঘটেছে আলিপুরদুয়ারে  

Last Updated:

Alipurduar News: একেই বলে 'রাখে হরি মারে কে'। মঙ্গলবার গভীর রাতে অসম বাংলা সীমান্তবর্তী আলিপুরদুয়ারের বারবিশায় মহাসড়কে দুটি লরির সংঘর্ষ হয়। সবাই ভেবেছিল লরির চালক বেঁচে নেই। তবে কাকতালীয় ভাবে জীবিত তিনি। অক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করা গিয়েছে।

বারবিশা মহাসড়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি 
বারবিশা মহাসড়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি 
আলিপুরদুয়ার, অনন্যা দে: একেই বলে ‘রাখে হরি মারে কে’। মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক। হতবাক সকলে। সামান্য আহত হলেও তিনি এখন সুস্থ আছেন। ঠিক কী ঘটেছিল জেনে নিন।
মঙ্গলবার গভীর রাতে অসম বাংলা সীমান্তবর্তী আলিপুরদুয়ারের বারবিশায় মহাসড়কে দুটি লরির সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন এক লরির চালক। বারবিশা মনতলা এলাকায় মহাসড়কে একটি লরি অসম থেকে এসে দাঁড়িয়ে ছিল রাস্তার উপর। বারবিশায় বিশ্রাম নেবে বলে ঠিক করেছিলেন গাড়ির চালক। কিছুক্ষণের মধ্যেই একটি বাঁশ বোঝাই লরি অসমের দিক থেকে এসে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওই লরিটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর লরির চালক আটকে যায় দুমড়ে মুচড়ে যাওয়া লরির ভিতরে।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিনের সমস্যা সমাধানের ‘পথ’ খুঁজলেন গ্রামবাসীরা নিজেই, চাঁদা তুলে হল কাজ, চন্দ্রকোনায় ‘বড়’ মুশকিল আসান
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহায়তায় গ্যাস কাটার দিয়ে লরির স্টিয়ারিং কেটে উদ্ধার করা হয় ওই লরির চালককে। এরপর তাকে অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ওই লরির চালক সুস্থ আছেন বলে জানা যায়। প্রায় ৪৫ মিনিট দুমড়ে মুচড়ে যাওয়া লরিতে আটকে ছিলেন চালক। উদ্ধারকারী দল ভেবেছিল লরির চালক বেঁচে নেই। তবে কাকতালীয় ঘটনা দেখে তাজ্জব সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: রাখে হরি মারে কে! এই প্রবাদই সত্যি হল লরি চালকের জীবনে, রাতের অন্ধকারে জানুন কী ঘটেছে আলিপুরদুয়ারে  
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement