ঘরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে আছাড়! বাঁয়া গণেশের আক্রমণে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, উৎসবের মরশুমে আলিপুরদুয়ারে মারাত্মক ঘটনা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Elephant Attack: জানা গিয়েছে, আব্দুল কাদির নামে ওই ব্যক্তি এদিন বিকেলে বাজার করে ঘরে ফিরছিলেন। সেই সময় বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তাঁর উপর হামলা চালায়।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ উৎসবের মরশুমে মর্মান্তিক ঘটনা। ঘরের দরজা থেকে তুলে নিয়ে গিয়ে হাতির আছাড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আব্দুল কাদির। আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের মধ্য ছেকামাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন দীপাবলির আনন্দে মেতে উঠেছে বাঙালি। এই আবহে আলিপুরদুয়ারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এলাকার ত্রাস বাঁয়া গণেশ নামে পরিচিত হাতির হামলায় মাদারিহাটে একজনের মৃত্যু হল। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ আরতি দেখে অপেক্ষা করছিলেন প্রসাদের! মণ্ডপ থেকেই টেনে নিয়ে গেল হাতি, পরে রাস্তার পাশে উদ্ধার! জানলে শিউড়ে উঠবেন
জানা গিয়েছে, মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা আব্দুল কাদির এদিন বিকেলে বাজার করে ঘরে ফিরছিলেন। সেই সময় বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তাঁর উপর হামলা চালায়। এই ঘটনায় আব্দুল মারাত্মক ভাবে জখম হন। তাঁকে এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা আব্দুলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
অন্যদিকে আলিপুরদুয়ারেরই মধ্য মাদারিহাট এলাকায় আবার হাতির আক্রমণে গুরুতরভাবে জখম হন এক ব্যক্তি। স্বপন সরকার নামে ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে হাতিটি জঙ্গলের ধারে নিয়ে যায়। পরে এলাকাবাসীদের চিৎকারে হাতিটি জঙ্গলে প্রবেশ করলেও স্বপনবাবু গুরুতরভাবে জখম হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 22, 2025 9:22 PM IST