TRENDING:

Alipurduar: সার্ভিস রিভলভার থেকে গুলি! আত্মঘাতী জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী

Last Updated:

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী হলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী। ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল জয়গাঁতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী হলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী। ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল জয়গাঁতে। জানা যায়,এদিন রাতে নিজের সার্ভিস গান দিয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কোকিল শৈব। তার বয়স ৫৮ বছর। বাড়ি কালচিনি মেন্দাবাড়িতে। জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতেই তিনি আত্মঘাতী হন। পুলিশ সূত্রে জানা যায়,কোকিল শৈবের কানের পাশে গুলিটি লক্ষ্য করা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কোকিল শৈবের। তার দেহ উদ্ধার করেছে জয়গাঁ থানার পুলিশ। তবে কি কারণে তিনি আত্মঘাতী হলেন তার তদন্ত চালাচ্ছে পুলিশ বলে জানান এএসপি কুন্তল ব্যানার্জি।
advertisement

ঘটনায় শোকস্তব্ধ গঙ্গাপ্রসাদ শর্মা। দেহরক্ষীর আত্মঘাতী হওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে ঘটনার খবর চাউর হতেই রাতের বেলাতে গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ির সামনে ভীড় জমাতে শুরু করেন এলাকাবাসীরা। সকলের মুখে শোনা যায় একটাই কথা। কি কারণে আত্মঘাতী হলেন কোকিল শৈব? কাজে কোনও দিন গাফিলতি করতে দেখা যায়নি তাকে। গঙ্গাপ্রসাদ শর্মার ভুলনচৌপথির বাড়িতেই দোতলার একটি ঘরে থাকতেন কোকিল শৈব। সাতদিনের ছুটি শেষ করে গতকালই জয়গাঁয় ফেরেন তিনি। সন্ধ্যা সাতটার থেকে তার ঘর অন্ধকার দেখা যাচ্ছিল। রাত নটার দিকে দোতলার ঘর থেকে একটি শব্দ শুনেছিলেন গঙ্গাপ্রসাদ শর্মার অপর এক দেহরক্ষী।

advertisement

আরও পড়ুনঃ ইউপিএসসিতে সফল! চা বলয়ের দিন মজুরের ছেলের অনন্য নজির

এরপর তিনি কোকিল শৈব-র ঘরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রয়েছে কোকিল শৈব। গঙ্গাবাবুকে গিয়ে তিনি খবর দেন। ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গঙ্গাপ্রসাদ শর্মাও। তিনি জয়গাঁ থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসেন জয়গাঁ থানারওসি, এসডিপিও, এএসপি কুন্তল ব্যানার্জি। ঘটনার পর পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকাটি। গতকালই দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয়েছে কোকিল শৈবর বাড়িতে। স্বামীর আত্মঘাতী হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী। বাবাকে হারিয়ে শোকে পাথর তার সন্তানরা। কোনওরকম মন্তব্য তারা করতে রাজি নন। ওই পরিবারে একমাত্র উপার্জন তিনি করতেন।

advertisement

View More

আরও পড়ুনঃ মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা

তার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে আর্থিক অনটন নিয়ে কোকিল শৈব কোনও দিন তাদের কিছু বলেনি। কোকিল শৈবর বাড়ি কালচিনির মেন্দাবাড়িতে। তার বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা চার ভাই ও দুই বোন। তার দাদারা সকলে প্রাক্তন সেনাকর্মী। কোকিল শৈব ছিলেন পুলিশে। দীর্ঘদিন ধরে জেডিএ চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি কোনও আর্থিক সমস্যা চলছিল কোকিলের। তার জেরে অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণে এমন পদক্ষেপ কি না? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: সার্ভিস রিভলভার থেকে গুলি! আত্মঘাতী জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল