Alipurduar: মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা

Last Updated:

উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের ই এল পি (এক্সট্রা লিভ প্রাইস) বৃদ্ধির দাবিতে সরব হলেন খোদ শ্রমিকরা। ই এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছে বাগান শ্রমিকরা।

+
title=

#আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের ই এল পি (এক্সট্রা লিভ প্রাইস) বৃদ্ধির দাবিতে সরব হলেন খোদ শ্রমিকরা। ই এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছে বাগান শ্রমিকরা। ২০০৮ সালে শেষবারের মতো চা শ্রমিকদের ই এল পি বৃদ্ধি হয়েছিল। তারপর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও বাড়েনি ই এল পি । এমনকি এখনও অবধি গত বছরগুলির ই এল পি নিয়ে কোনও বৈঠক হয়নি বলে অভিযোগ। ই এল পি বৃদ্ধির দাবিতে এবারে জোর দিয়েছে চা বাগানের শ্রমিকরাও।
 
 
advertisement
 
কি এই এল পি?
advertisement
চা বাগানের শ্রমিক যারা বাগানে কাঁচা পাতা তুলে তাদের কাঁচা পাতা তোলার একটা লক্ষ‍্যমাত্রা থাকে। চা বাগানের শ্রমিকদের কাঁচাপাতা তোলার লক্ষ‍্যমাত্রা ২৫ কেজি। আর এই ২৫ কেজি কাঁচা পাতা তোলার পর যত বেশি কাঁচা পাতা তোলা হবে প্রতি কেজি টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। এমনকি ৩০ কেজির উপরে কাঁচাপাতা তোলা হলে প্রতি কেজিতে অতিরিক্ত .৫০ টাকা প্রদান করা হবে। একেই বলা হয় এল পি (এক্সট্রা লিভ প্রাইস) চা বাগানের ভাষায় যাকে বলা হয় ডাবলি।
advertisement
 
উত্তরবঙ্গের একমাত্র বৃহৎ শিল্প চা শিল্প আর উত্তরবঙ্গের ৩৫০ টি অধিক চা বাগানে প্রায় চার লক্ষ শ্রমিক কর্মরত। এই চা বাগানে যারা কাঁচা চা পাতা তোলে সেই সমস্ত শ্রমিকদের এল পি বৃদ্ধির দাবিতে সরব হয়েছে সব পক্ষ। ইতিমধ্যে এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে চা বাগান শ্রমিকরা। জানা যায় যখন কাঁচা পাতার দাম ১৬ থেকে ১৮ টাকা ছিল তখনও শ্রমিকদের .৫০ টাকা প্রতি কেজিতে প্রদান করা হত।
advertisement
 
আর এখন যখন কাঁচা পাতার দাম ৪০ থেকে ৬০ টাকা এখন শ্রমিকদের এল পি একই রয়ে গেছে এক টাকাও বাড়েনি। এর ফলে ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা। ই এল পি নিয়ে সরকার কোনো উদ‍্যোগ নিচ্ছে না বলে অভিযোগ বাগান শ্রমিকদের। তাদের দাবি এল পি টাকার ওপরে করা প্রয়োজন শীঘ্রই। চা বাগানের শ্রমিকরা আরও জানান দীর্ঘদিন তারা .৫০ টাকা করে এল পি পাচ্ছেন। বৃদ্ধি হয়নি এই টাকা। সব কিছুর দাম বেড়েছে। কিন্তু এল পি আর বৃদ্ধি হচ্ছেনা।এদিকে সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে।ইএলপি- ভরসায় তারা বেশি পরিশ্রম করতে প্রস্তুত। কিন্তু ইএলপি যদি বৃদ্ধি না হয় তাহলে কাজে উৎসাহ হারিয়ে ফেলছেন তারা।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement